আন্তর্জাতিক ডেস্ক
সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে নানা ইস্যুতে ১০টি দেশের বিরোধ চলছে। এসব ইস্যুর মধ্যে রয়েছে হংকংয়ের ওপর চীনের আরোপিত বিতর্কিত ‘জাতীয় নিরাপত্তা আইন’; চীনের জিনজিয়াং অঞ্চলে উইঘুর মুসলিমদের প্রতি চীনা প্রশাসনের দমন-নিপীড়নমূলক আচরণ, দক্ষিণ চীন সাগরসহ একাধিক সীমান্ত অঞ্চলে বিরোধ; বাণিজ্য বিষয়ে একাধিক দেশের সঙ্গে বিরোধ; প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে নিয়ে সংকট; অন্য দেশে গুপ্তচরবৃত্তির অভিযোগ এবং বিশ্বব্যাপী মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে চীনের দিকে অভিযোগের তীর।
যে ১০টি দেশের সঙ্গে চীনের বিরোধ
যুক্তরাষ্ট্র : যুক্তরাষ্ট্রের হিউস্টনে বন্ধ হয়ে গেছে চীনা কনস্যুলেট। এ ছাড়া চীনের সঙ্গে বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের বিরোধ চলছে। আরো আছে হুয়াওয়ে নিয়ে বিরোধ। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, চীন করোনাভাইরাস তৈরি করেছে।
যুক্তরাজ্য : হংকং ইস্যুতে যুক্তরাজ্যের সঙ্গে চীনের বিরোধ চলছে। যুক্তরাজ্যে ফাইভ-জি থেকে হুয়াওয়েকে সরিয়ে নেওয়া হয়েছে।
ভারত : গত জুন মাসে ভারতের লাদাখ সীমান্ত অঞ্চলের গালওয়ানে চীনা-ভারতীয় সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। এরপর ভারত প্রায় ১০০টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে।
তাইওয়ান : তাইওয়ানের সঙ্গে চীনের দক্ষিণ চীন সাগরের দ্বীপ নিয়ে বিরোধ চলছে। এ ছাড়া হংকংয়ের ওপর চীনের আরোপিত বিতর্কিত ‘জাতীয় নিরাপত্তা আইন’-এর পরিপ্রেক্ষিতে হংকংয়ের নাগরিকদের তাইওয়ানে আশ্রয় দেওয়ার ঘোষণা নিয়ে চীনের সঙ্গে দেশটির মনোমালিন্য চলছে।
অস্ট্রেলিয়া : নভেল করোনাভাইরাস নিয়ে চীনের সঙ্গে অস্ট্রেলিয়ার বিরোধ চলছে। হংকংয়ের ১০ হাজার নাগরিককে স্থায়ী বাসিন্দা করার আমন্ত্রণ দিয়েছে অস্ট্রেলিয়া।
কানাডা : কানাডায় হুয়াওয়ের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া চীনে দুই কানাডিয়ান নাগরিক গ্রেপ্তার হয়েছে।
এ ছাড়া দক্ষিণ চীন সাগরে মালিকানা থাকার দাবি করেছে ভিয়েতনাম, ফিলিপিন, মালয়েশিয়া ও ব্রুনেই।
Discussion about this post