বিশেষ প্রতিবেদক
ফেসবুকে স্ট্যাটাস দেখে শিক্ষার্থীদের নদী পারাপারের জন্য ইঞ্জিনচালিত নৌকার ব্যবস্থা করেছেন তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে নিজেই এমন তথ্য জানিয়েছেন প্রতিমন্ত্রী।
তার ফেসবুক স্ট্যাটাসটা হুবুহু তুলে ধরা হলো, ‘‘কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এনায়েত হোসেন নাহিদ নামে এক ছোট ভাই সিংড়া পৌরসভার নিংগইন বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকার একটি ঘাটে শিক্ষার্থী ও মানুষের পারাপারের জন্য ইঞ্জিনচালিত নৌকার প্রয়োজনে স্ট্যাটাস দিয়েছিল।
স্ট্যাটাসটি নজরে আসার পরে আজ বিকেলে আমার নির্বাচনী এলাকা নাটোর জেলার সিংড়া পৌরসভার নিংগইন বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকার সেই ঘাটে শিক্ষার্থী ও মানুষের পারাপারের জন্য ইঞ্জিনচালিত নৌকার উদ্বোধন করেছি।
নিংগইন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিংগইন জোড়মল্লিকা উচ্চ বিদ্যালয় পাশাপাশি হওয়ায় সিংড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের শিক্ষার্থীরা সহ এই এলাকার মানুষরা এই ঘাট দিয়ে বেশিরভাগ সময় যাতায়াত করে।
আগে এই ঘাটে হাতে বৈঠা দিয়ে চালানো নৌকায় পারাপারের ব্যবস্থা ছিলো। পারাপারে বিলম্ব ও মাঝেমধ্যেই নৌকাডুবির ঘটনা ঘটতো এছাড়াও পানি কমে গেলে কাদামাটিতে যাতায়াতের ব্যাপক সমস্যা হতো। এজন্য শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত হতে দেরি হতো।
আজ শিক্ষার্থী ও এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এই ঘাটে ইঞ্জিনচালিত নৌকার উদ্বোধন করেছি। আগামী দিনে নিংগইন বাসস্ট্যান্ড থেকে ধুলাউড়ি বাঁধ পর্যন্ত ডুবন্ত সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে আমাদের।
সকলের দোয়া ও পরামর্শ একান্ত কাম্য।’’
এনায়েত হোসেন নাহিদ তার ফেসবুক পোস্টে ছবিসহ ইঞ্জিনচালিত নৌকার বিষয়টি উল্লেখ করেছেন। তার স্ট্যাটাসে তিনি বলেন, ‘‘পৌরসভার ১২ নং ওয়ার্ডের বিল পারাপারের অসুবিধার জন্য পোস্ট দিয়েছিলাম গত মাসের ১৪ তারিখে| মাত্র দুই দিনের মধ্যেই আমাদের চলনবিলের মাঝি আই.সি.টি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভাইয়ের নির্দেশনায় নৌকা তৈরির কাজ শুরু করি|
আজকে ভাই নিজেই এসে আমাদের নৌকার শুভ উদ্বোধন করেন| ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞ যে উনি জনসাধারণের জন্যে উনার সর্বোচ্চ দিয়ে যাচ্ছেন| বিশেষ ধন্যবাদ মেয়র জান্নাতুল ফেরদৌস ভাইকে সবসময় সাপোর্ট দেয়ার জন্যে| যার কথা না বললেই নয় রুহুল আমিন ভাই, যিনি এত ঝামেলায় থাকা সত্বেও আমাদের কাজের সার্বিক ব্যবস্থাপনা করেছেন|
সর্বোপরি, অনেক ধন্যবাদ আমাদের গ্রামের মুরব্বিরা ও নিংগইন নতুন পাড়া যুব উন্নয়ন সংঘের সকল সদস্য এবং প্রিয় ছোট ভাইদেরকে যাদের পরিশ্রমে আজ আমাদের এই অর্জন| বাস্তবতা এটাই যে ইচ্ছা থাকলে উপায় হয়| ☺️
ঈদ মোবারক ❤️’’
Discussion about this post