খেলাধূলা ডেস্ক
আইপিএল শুরুর তারিখ ঘোষণা হয়েছিল আগেই। প্রয়োজন ছিল সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট হওয়া নিয়ে ভারত সরকারের সবুজ সংকেতের। অবশেষে সেটিও পেয়ে গেছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ১৯ সেপ্টেম্বর থেকেই মরুর বুকে শুরু হচ্ছে এবারের আইপিএল। ফাইনালের তারিখ যে পরিবর্তন হবে, সেটা নিয়ে ইঙ্গিত ছিল। শেষ পর্যন্ত ১০ নভেম্বরকেই ফাইনালের জন্য নির্ধারণ করা হয়েছে।
রবিবারের গভর্নিং কাউন্সিলের সভার জন্যই এতদিন অপেক্ষায় ছিল সবাই। সেই সভাতেই সব কিছু চূড়ান্ত হলো। সিদ্ধান্ত অনুযায়ী ফ্র্যাঞ্চাইজির দলগুলো হবে ২৪ সদস্যের। কোভিড-১৯ বদলি রাখার ক্ষেত্রে অবশ্য কোনও বিধি নিষেধ নেই। বদলি খেলোয়াড় রাখা যাবে আনলিমিটেড।
চূড়ান্ত সিদ্ধান্তের ফলে এবারের আসরটি হতে যাচ্ছে ৫৩ দিনের ইভেন্ট। গত দুই মৌসুমের চেয়ে যা দুই দিন বেশি। এর মধ্যে ১০ দিন খেলা হবে দুটি করে। ম্যাচের ভেন্যু- দুবাই, আবু ধাবি ও শারজাহ। রাতের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। আর দিনের ম্যাচ শুরু হবে বিকাল ৪টা থেকে।
জানা গেছে, প্রথম লেগটি হতে পারে পুরোপুরি বন্ধ স্টেডিয়ামেই। অথচ এর আগে আমিরাত ক্রিকেট বোর্ড স্টেডিয়ামে ৩০ থেকে ৫০ শতাংশ দর্শক রাখার কথা ভাবছিল।
সভায় আরও সিদ্ধান্তের মধ্যে ছিল চীনা স্পন্সর ভিভোকে রাখা নিয়েও। লাদাখের গালভান ভ্যালিতে দুই দেশের সীমান্ত-সংঘর্ষের পর থেকেই বিষয়টি নিয়ে চলছিল নানা গুঞ্জন। কিন্তু সভার পর জানা গেছে, টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ভিভোই।
Discussion about this post