নিজস্ব প্রতিবেদক
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো: ফসিউল্লাহ। ফেসবুকের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন।
আজ শুক্রবার (৭ আগস্ট) বিকেলে মো. আকরাম-আল-হোসেন জানান, ‘আমাদের প্রিয় মহাপরিচালক মো: ফসিউল্লাহ কোভিড-১৯ পজিটিভ হয়ে বাসায় চিকিৎসাধীন আছেন। আমরা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট তার আশু সুস্থতার জন্য প্রার্থনা করি।’
এদিকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের করোনা আপডেট তথ্যে জানা গেছে, করোনাভাইরাসে এ পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৬৫৮ জন কর্মকর্তা-কর্মচারী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৬ জন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে শিক্ষক ৫০৪ জন, কর্মকর্তা ৮৪ জন, কর্মচারী ৪৮ জন এবং ২২ জন শিক্ষার্থী রয়েছেন।
Discussion about this post