নিজস্ব প্রতিবেদক
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এসইউবি) শরৎকালীন সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি শুরু হয়েছে। রোববার (৯ আগস্ট) থেকে ভর্তি কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাতমসজিদ সড়কস্থ মেইন ক্যাম্পাস, কলাবাগানস্থ বিজয় ক্যাম্পাস ও পূর্বাচলস্থ স্থায়ী ক্যাম্পাসে একইসঙ্গে ভর্তি কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।
এসইউবির তিনটি অনুষদের অধীনে স্থাপত্য, বিজনেস স্টাডিজ, গণমাধ্যম ও সাংবাদিকতা, ইংলিশ স্টাডিজ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জ্ঞিনিয়ারিং (সিএসই), ফার্মেসি, আইন এবং খাদ্য প্রকৌশল বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে এবং জনস্বাস্থ্য ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে শুধু স্নাতকোত্তর পর্যায়ে এসব ভর্তি চলবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য স্টেট ইউনিভার্সিটির www.sub.edu.bd ওয়েবসাইট দেখা যেতে পারে।
ফল ২০২০ সেমিস্টারে ভর্তি সংক্রান্ত অনলাইন লিংক: www.sub.edu.bd/admission। ভর্তি বিষয়ক পরামর্শ ও আলোচনার জন্য অফিস সময়ে বা অফিস সময়ের বাইরে যেকোনো সময় সরাসরি ০১৭৬৬৬৬২১২০ ও ০১৭৬৬৬৬৩৩০১ সেলফোন নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
Discussion about this post