নিজস্ব প্রতিবেদক
গতকাল (১৫ আগস্ট ২০২০) মহান স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এঁর ৪৫তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস ছিল। দিবসটি উপলক্ষ্যে ইউজিসিতে ‘বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির’ ওপর এক আলোচনা সভা সকাল ১১.৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে স্মারক বক্তব্য প্রদান করেন ইউজিসি’র সাবেক চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ইমেরিটাস প্রফেসর ড. এ কে আজাদ চেীধুরী। কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ- এর সভাপতিত্বে আলোচনা সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন ও প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর সাজ্জাদ বলেন, “বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেই তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। এক্ষেত্রে মানসম্মত উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবন এবং প্রযুক্তিগত উন্নয়নের জন্য সকলের সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
Discussion about this post