ক্রীড়া ডেস্ক
টানা পাঁচ ম্যাচ হারের পর অবশেষে নিজেদের ষষ্ঠ ম্যাচে বিশ্ব দাবা অলিম্পিয়াডে জয়ের মুখ দেখলো বাংলাদেশ। গতকাল শনিবার ষষ্ঠ রাউন্ডে বাংলাদেশ ৪-২ গেম পয়েন্টে হারিয়েছে কিরগিজস্তানকে। এই চার পয়েন্ট এসেছে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমিন সুলতানা শিরিন, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজার জয়ে।
এদিকে ষষ্ঠ রাউন্ডে হেরে গেছেন গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। দুইজনই নিজেদের চেয়ে কম রেটেড খেলোয়াড়ের কাছে হেরেছেন। বাংলাদেশ প্রথম ম্যাচে জার্মানির কাছে ৪.৫-১.৫ গেম পয়েন্টে, দ্বিতীয় ম্যাচে বেলারুশের কাছে ৪-২ গেম পয়েন্টে, তৃতীয় ম্যাচে বেলজিয়ামের কাছে ৩.৫-২.৫ গেম পয়েন্টে, চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৪-২ গেম পয়েন্টে, পঞ্চম ম্যাচে বুলগেরিয়ার কাছে ৬-০ গেম পয়েন্টে পরাজিত হয়ে ষষ্ঠ ম্যাচে জিতেছে কিরগিজস্তানের বিরুদ্ধে।
ষষ্ঠ রাউন্ড শেষে বাংলাদেশ ১২ পয়েন্ট নিয়ে ১০ দেশের মধ্যে নবম স্থানে রয়েছে। ২৭.৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বুলগেরিয়া এবং ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জার্মানি। এদিকে আজ রোববার শেষ দিনে বাংলাদেশের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া।
Discussion about this post