বিনোদনডেস্ক
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রতিষ্ঠা করার কারণেই সেসময় বহু কালজয়ী সিনেমা তৈরি হয়েছিল। চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রতিষ্ঠার আগে দেশে চলচ্চিত্র নির্মিত হত না। তখন এ দেশের সিনেমা হলগুলো মূলত ভারতীয় বাংলা ছবি ও পাকিস্তানের উর্দু ছবির দখলে ছিল। তবে সিনেমা হল এদেশে ছিল ব্রিটিশ আমল থেকেই ছিল।
গতকাল শনিবার (১৫ আগস্ট) বিএফডিসিতে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এমনটাই বলেছেন।তিনি বলেন, ১৯৫৭ সালের চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রতিষ্ঠার আগে আমাদের ভারতীয় বাংলা ছবি ও পাকিস্তানের উর্দু ছবি দেখতে হত।
তখন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্যোগ গ্রহণ করে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রতিষ্ঠা করার। যাতে আমাদের দেশেও চলচ্চিত্র নির্মিত হয় এবং বঙ্গবন্ধুর এই সিদ্ধান্ত নেওয়াটা যে ঠিক ছিল, তা সময় মতো প্রমাণিত হয়েছে। চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন এর মাধ্যমে বহু কালজয়ী সিনেমা তৈরি হয়েছে। যেগুলো আমাদের স্বাধীনতার অর্জনের ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করেছে।
Discussion about this post