আন্তর্জাতিক ডেস্ক
ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক সাবরিনা সিং-কে প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের কোনও ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পাওয়া প্রথম ভারতীয় সাবরিনা। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা প্রত্যাশী ডেমোক্র্যাট নেতা কোরি বুকার ও মাইক ব্লুমবার্গের প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করেছেন তিনি। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটিক দল থেকে লড়াইয়ে নেমেছেন ৭৭ বছর বয়সী জো বাইডেন। গত সপ্তাহে নিজের রানিংমেট তথা ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে বেছে নিয়েছেন তিনি। এবার কমলা তার প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছেন আরেক ভারতীয়কে।
প্রতিক্রিয়ায় ৩২ বছর বয়সী সাবরিনা বলেন, ‘কমলা হ্যারিসের প্রেস সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়ে বাইডেন-হ্যারিস জুটির সঙ্গে কাজ করতে পারার সুযোগ পেয়ে আমি খুব আনন্দিত। দ্রুত কাজে যোগ দেওয়ার ও নভেম্বরের নির্বাচনে বিজয়ী হওয়ার অপেক্ষায় আছি।’
লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা সাবরিনা এর আগে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির মুখপাত্র হিসেবেও কাজ করেছেন।
Discussion about this post