অনলাইন ডেস্ক
করোনাভাইরাস মহামারির মধ্যেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে আরেক ভয়াবহ দুর্যোগ দাবানল। শুক্রবার পর্যন্ত এ দাবানলে কমপক্ষে ছয়জন মারা গেছেন। এরইমধ্যে ঘরছাড়া হয়েছেন পৌনে দুই লাখ বাসিন্দা। ১২ হাজারের বেশি দমকলকর্মী দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে প্রবল বাতাসে আগুন নেভানো কঠিন হয়ে পড়েছে। দাবানল নিয়ন্ত্রণের জন্য অস্ট্রেলিয়া ও কানাডার কাছে সহযোগিতা চেয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসোম। খবর বিবিসি ও আলজাজিরার।
ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফায়ারের (ক্যাল ফায়ার) তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত আগুনে ৫০০টির বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। ১ লাখ ৭৫ হাজারের মতো মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এছাড়া আগুনে ৬ জনের প্রাণহানি ও অন্তত ৪৩ জন আহত হয়েছেন।
সম্প্রতি বিশ্বরেকর্ড গড়া তাপদাহের মধ্যে বজ্রপাত থেকেই ক্যালিফোর্নিয়ায় এ দাবানলের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
ইতোমধ্যেই ৯৮০ বর্গমাইলের বেশি এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল। যুক্তরাষ্ট্রের আরেক রাজ্য রোড আইল্যান্ডের সমান এলাকায় জ্বলছে আগুন। কয়েকশ’ অগ্নিকাণ্ডের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা চলছে রাজ্যের দক্ষিণ ও পূর্বের পাহাড়ি এলাকাগুলোতে। স্যাটেলাইটের ছবিতে প্রায় গোটা অঙ্গরাজ্যই ধোঁয়ায় ছেয়ে থাকতে দেখা গেছে। আগুনের শিখা পৌঁছে গেছে সান্তাক্রজে অবস্থিত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার কয়েক কিলোমিটারের মধ্যে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ১২ হাজারের বেশি দমকল কর্মী। তবে প্রচণ্ড বাতাস, অস্বাভাবিক তাপমাত্রা আর বাতাসে আর্দ্রতা কম থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় আগুন নেভানোর জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের পাশাপাশি অস্ট্রেলিয়া ও কানাডার কাছে সহায়তা চেয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসোম। তিনি বলেন, আমাদের মানুষের জীবন ও সম্পদ কেড়ে নিচ্ছে ভয়াবহ এ আগুন।
যুক্তরাষ্ট্রের মধ্যে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ক্যালিফোর্নিয়ায়। অঙ্গরাজ্যটিতে অন্তত সাড়ে ছয় লাখেরও বেশি মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতির মধ্যেই দেখা দিল ভয়াবহ দাবানল।
Discussion about this post