নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি হিসেবে যোগদান দিয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে যোগ দেন।
বাংলাদেশ জাতীয় জাদুঘরের নবনিযুক্ত বোর্ড অব ট্রাস্টিজের সভাপতির মেয়াদ তার কার্যভার গ্রহণের তারিখ থেকে তিন বছর পর্যন্ত বলবৎ থাকবে। তিনি শামসুজ্জামান খানের স্থলাভিষিক্ত হয়েছেন।
১৯৮০ সালে অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৯৩ থেকে ১৯৯৬ পর্যন্ত তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৪ ও ১৯৯৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং ২০০৪ ও ২০০৫ সালে ওই সমিতির নির্বাচিত সভাপতি ছিলেন। পরবর্তীসময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
Discussion about this post