অনলাইন ডেস্ক
করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য কনভালাসেন্ট প্লাজমা থেরাপি কতটা কার্যকর ও নিরাপদ তা নির্ণয়ে বিশ্ব স্বীকৃতি পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।
বিশ্ববিদ্যালয়ের চলমান এই গবেষণাকে এই স্বীকৃতি দিয়েছে বিশ্ব বিখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘নেচার’।
কনভালাসেন্ট প্লাজমা থেরাপি গবেষণা বিষয়ে গবেষণার প্রধান গবেষক ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান এবং মুখপাত্র ডা. ফজলে রাব্বি চৌধুরীর বক্তব্যও প্রকাশ করা হয়েছে। তাদের সাক্ষাৎকার নিয়েছেন বিজ্ঞান সাময়িকীটির সিনিয়র রিপোর্টার হিদি লেডফোর্ড।
দেশের পাঁচটি প্রতিষ্ঠানের ১১ সদস্যবিশিষ্ট গবেষক দল এই গবেষণা পরিচালনা করছেন।
Discussion about this post