২০২০
সালের
মধ্যে
৫
লক্ষ
দুই
হাজার
জনের
উন্নত
প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতাবৃদ্ধির লক্ষ্যে নারী/পুরুষদের বিনামূল্যে সম্পূর্ণ সরকারি খরচে প্রশিক্ষন দেয়া
হবে।
বাংলাদেশ সরকারের অর্থ
মন্ত্রনালয়ের আর্থিক
সহায়তায় ‘স্কিলস
ফর
এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ প্রকল্পের মাধ্যমে শিক্ষামন্ত্রনালয়ের অধীন
কারিগরি শিক্ষা
অধিদফতরের নয়টি
টেকনিক্যাল স্কুল
এন্ড
কলেজ
(টিএসসি)
এর
সকল
শাখা,
প্রবাসী কল্যাণ
ও
কর্মসংস্থা মন্ত্রনালয়ের অধীন
জনশক্তি কর্মসংস্থান ও
প্রশিক্ষণ ব্যুরো,
শিল
মন্ত্রনালয়ের অধীন
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল এন্ড
টেকনিক্যাল অ্যাসিস্টেনশ সেন্টার (বিইটিএসি) এবং
ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের অধীন
বিভিন্ন প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে এ
প্রশিক্ষণ দেয়া
হবে।
প্রশিক্ষণের খাতসমূহ হচ্ছে:
• তৈরি পোশাক
ও
টেক্সটাইল
• তথ্য
ও
যোগাযোগ প্রযুক্তি
• নির্মাণ শিল্প
• লিট
ইঞ্জিনিয়ারিং
• চামড়া
ও
পাদুকা
শিল্প
• জাহাজ
নির্মাণ শিল্প
• অ্যাগ্রো ফুড
প্রসেসিং
• ট্যুরিজম এন্ড
হসপিটালিটি ম্যানেজমেন্ট
• নার্সিং এন্ড
হেলথ
টেকনোলজি
বিভিন্ন মেয়াদী
এই
প্রশিক্ষণ কোর্সসমূহে ভর্তিতে আগ্রহীদের সর্বনিম্ন এইচএসসি/সমান
পাস
থেকে
উচ্চতর
ডিগ্রীধারী হতে
হবে।এই
প্রশিক্ষণসমূহের মাধ্যমে দেশে-বিদেশে চাকরির ব্যবস্থা হবে।
দরিদ্র,
ক্ষুদ্র নৃ
গোষ্ঠী,
নারী
ও
প্রতিবন্ধী প্রশিক্ষনার্থীদের ভাতা
সহ
বৃত্তি
প্রদান
করা
হবে।
মোট
প্রশিক্ষনার্থীদের কমপক্ষে ৩০
শতাংশ
নারীদের জন্য
সংরক্ষিত থাকবে।
এই
প্রশিক্ষণসমূহে ভর্তির
জন্য
শিক্ষামন্ত্রনালয়ের অধীন
কারিগরি শিক্ষা
অধিদফতরের নয়টি
টেকনিক্যাল স্কুল
এন্ড
কলেজ
(টিএসসি)
এর
সকল
শাখা,
প্রবাসী কল্যাণ
ও
কর্মসংস্থা মন্ত্রনালয়ের অধীন
জনশক্তি কর্মসংস্থান ও
প্রশিক্ষণ ব্যুরো,
শিল
মন্ত্রনালয়ের অধীন
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল এন্ড
টেকনিক্যাল অ্যাসিস্টেনশ সেন্টার (বিইটিএসি) এবং
ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের অধীনস্থ প্রতিষ্ঠানসমূহে যোগাযোগ করতে
হবে।
কর্মদক্ষতা ও কর্মসংস্থান
২০১৮ সালে বাংলাদেশ থেকে ১০ লক্ষেরও বেশি শ্রমিক বিদেশে গেছে।
আমরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মানসম্মত প্রশিক্ষণ প্রদান করি এবং প্রশিক্ষণ শেষে গ্র্যাজুয়েটদের জন্য সম্মানজনক কাজের সুযোগ করে দিই।
আমরা আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় ক্ষেত্রেই কাজ করি। বাজারে চাহিদা রয়েছে এমন পেশা সনাক্ত করি এবং প্রশিক্ষণার্থীদের হাতেকলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলি। সেইসঙ্গে আমরা ওস্তাদ ও চাকরিদাতাদের সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলি।
আমরা শিক্ষানবিশ, উদ্যোক্তা ও বাণিজ্যিক উন্নয়নে বিশেষত অনানুষ্ঠানিক ক্ষেত্রে যারা কাজ শুরু করতে চায় তাদের এন্টারপ্রাইজ ও ইন্সটিটিউটভিত্তিক কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে থাকি। কর্মপরিবেশের উন্নয়ন এবং মার্কেট ভ্যালু চেইন শক্তিশালীকরণই হচ্ছে আমাদের প্রকল্পের লক্ষ্য।
আমরা অভিবাসীদের নিরাপদ, নিয়মিত এবং ঝুঁকিহীন অভিবাসনে সহায়তা করি। প্রবাসযাত্রার প্রতিটি ধাপে সহায়তা প্রদান করি, যাতে তাদের অভিবাসন প্রক্রিয়া ও আর্থিক লেনদেন নিরাপদ হয়।
আমরা অভিবাসী কর্মীদের জন্য সুনির্দিষ্ট কাজ অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া, বিদেশ যাওয়ার আগে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ও পূর্ব প্রস্তুতির জন্য ওরিয়েন্টেশনের ব্যবস্থা করি।
দেশব্যাপী ৬৪টি জেলায় আমাদের পুনরেকত্রীকরণ সেবাকেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলো বিদেশ থেকে প্রত্যাবর্তনকারীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনরেকত্রীকরণ করে। সেইসঙ্গে মানসিকভাবে বিপর্যস্ত অভিবাসীদের কাউন্সেলিং ও জরুরি সহায়তা সেবা প্রদান করা হয়।
বিস্তারিত জানতে- www.seip-fd.gov.bd
Discussion about this post