ক্রীড়া ডেস্ক
নতুন মৌসুমে মাঠে নামার আগে সোমবার থেকে প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু করবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে এটিই হবে বার্সেলোনার প্রথম অনুশীলন। তার আগে রোববার দলের সব খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের করা হবে করোনা পরীক্ষা।
কিন্তু ক্লাবের সঙ্গে চলমান দ্বন্দ্বের জেরে রোববারের বাধ্যতামূলক করোনা পরীক্ষা কিংবা শনিবারের অনুশীলন, কোনোটিতেই অংশ নেবেন না দলের সবশেষ অধিনায়ক লিওনেল মেসি। এমনটাই জানাচ্ছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো। এর পেছনে কারণ যে মেসির ক্লাব ছাড়ার সিদ্ধান্ত, তা বুঝতে বাকি নেই কারোর।
স্প্যানিশ সংবাদমাধ্যম লা ভাংগুয়ারদিয়া জানিয়েছে, বার্সেলোনাকে আরও একটি বুরোফ্যাক্স পাঠাবেন মেসি। যেখানে তিনি জানাবেন নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে প্রথম অনুশীলন সেশনে অংশ নেবেন না। উল্লেখ্য, বুরোফ্যাক্সের মাধ্যমেই ক্লাব ছাড়ার ইচ্ছার কথা বার্সাকে জানিয়েছেন মেসি।
দ্বিতীয় বুরোফ্যাক্সটি লিওনেল মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসি কর্তৃক সাক্ষরিত থাকবে। লা ভাংগুয়ারদিয়ার খবর অনুযায়ী, এরই মধ্যে মেসি নিজে বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেম্যুকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। মেসি যদি সত্যিই অনুশীলনে যোগ না দেন, তখন হয়তো বর্তমান পরিস্থিতি নতুন কোন দ্বার উন্মোচন করতে পারে।
Discussion about this post