অনলাইন ডেস্ক
প্রযুক্তি দুনিয়ায় এক মূর্তিমান আতঙ্ক ডিপফেক ভিডিও। কারসাজি করে তৈরি এই জাল ভিডিও শনাক্ত করতে বিশেষ টুল বা প্রোগ্রাম তৈরি করেছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট।
মাইক্রোসফটের তৈরি সফটওয়্যারটি ছবি বা ভিডিও বিশ্লেষণ করে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে কি না, তা জানাতে সক্ষম হবে।
মাইক্রোসফট আশা করছে, তাদের উদ্ভাবিত প্রযুক্তি ভুয়া তথ্যের বিরুদ্ধে লড়তে সহায়তা করবে। একজনের স্থলে আরেকজনের ছবি বসালেই ধরে ফেলবে নতুন এই টুল।
তবে বিশেষজ্ঞরা বলছেন, যে গতিতে ডিপফেক প্রযুক্তি এগোচ্ছে, এতে ঝুঁকির বিষয়টি থেকেই যাবে।
সেই ঝুঁকি কমাতে সফটওয়্যারটির পৃথক আরেকটি সংস্করণের কথা বলেছে মাইক্রোসফট। এই সংস্করণটি কনটেন্ট নির্মাতাদের ভিডিওতে লুকানো কোড বসানোর সুযোগ দেবে। একইসঙ্গে বিকৃত ভিডিও বিষয়ে সতর্ক করতে সক্ষম হবে বলে দাবি প্রতিষ্ঠানটির।
মঙ্গলবার দ্বিতীয় এই সফটওয়্যারটির ঘোষণা দেওয়া হয়। মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট টম বার্ট বলেছেন, আসন্ন মার্কিন নির্বাচনে মিথ্যা বা বিকৃত তথ্য ছড়ানো বন্ধে ভূমিকা রাখবে সফটওয়্যারটি। ব্রাউজার এক্সেটেনশনের মাধ্যমেও এটি ব্যবহার করা যাবে। প্রাথমিক ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হিসেবে রাজনৈতিক এবং গণমাধ্যমের জন্য এটি সরবরাহ করা হবে।
Discussion about this post