৫. দানবাকৃতি আইসোপড (Giant Isopod)
বিশালাকৃতির এই পোকার সাইজ আর আবাসস্থল জানলে সত্যিই আপনি অবাক না হয়ে পারবেন না। মেক্সিকো অঞ্চলে বসবাসকারী এই আইসোপড পোকারা সমুদ্রপৃষ্ঠের এক কিলোমিটারের নীচেও বসবাস করে যার গভীরতা প্রায় ৩৫০০ ফুট! আর সাইজে এরা ১৪” পর্যন্ত বড়ও হতে পারে! অর্থাৎ আপনার বাসায় থাকা স্টিলের স্কেলখানার চাইতেও বড়! এদের বৈজ্ঞানিক নাম Bathynomus giganteus। বিশাল তেলাপোকা সদৃশ এই ভয়ানক প্রাণীরা মূলত মৃতভোজী বা Scavengers।
৬. সমুদ্র শসা Pink Swimming Sea Cucumber
না না, ভাববেন না আবার এটা কোনোধরণের Cucumber বা শষা। এরা আদতে প্রাণি। Sea Cucumber‘দের ১১০০’রো বেশি প্রজাতির মধ্যে Enypniastes গণের এই প্রজাতিটা অত্যন্ত গভীর জলের প্রাণী। যাদের দেখা পাওয়া যায় প্রায় ৩২০০ মিটার বা ১০৫০০ ফিট গভীর জলে! আশ্চর্যজনক ব্যাপার হল এই অসম্ভব সুন্দর অদ্ভুত প্রাণীটা যে গভীরতায় বসবাস করে সেখানে সূর্যের আলো না পৌঁছানোর ফলে সেখানকার পানি প্রচন্ডরকমের ঠাণ্ডা থাকে। তবু সেখানে দিব্যি এদের বসবাস!
৭. প্যাসিফিক ভাইপার মাছ (Pacific Viper Fish)
মাত্র আট ইঞ্চি গড়
দৈর্ঘ্যের Pacific Viperfish
(Chauliodus macouni) দেখতে
ছোট হলেও সাঙ্ঘাতিক রকমের
বিভৎস!
সরু দেহের তুলনায় বড়সড়
মাথা, ঠিকরে বের হয়ে
আসার মত চোখ আর
অস্বাভাবিকরকম বড় বড় কাটার
মত দাঁত এদের দিয়েছে
একেবারে ভিলেইন লুক! ভাইপারফিশের
এ প্রজাতির আবাস প্রশান্ত মহাসাগরের
২০০ থেকে ৫০০০ মিটার
গভীরে! অর্থাৎ একেবারে হিম
অন্ধকার জগতের বাসিন্দা এরা।
৮. ভ্যাম্পায়ার স্কুইড (Vampire Squid)
মাত্র ফুটখানেক লম্বা এই ভ্যাম্পায়ার
স্কুইড (Vampyroteuthis
infernalis) আর
দশটা স্কুইডের চাইতে আলাদা! হাঁসের
লিপ্তপাদের মত এদেরও বাহুগুলো
লিপ্ত বা পাতলা চামড়া
দ্বারা জোড়া লাগানো। ফলে
এরা বাহু প্রসারিত করলে
ভ্যাম্পায়ার ভ্যাম্পায়ার একটা লুক আসে।
সত্যি বলতে কি দেখতে
কিন্তু বেশ স্টাইলিশই লাগে।
বেশ ভাবওয়ালা এই ছোট্ট স্কুইড
সমুদ্রপৃষ্ঠের ৬০০ থেকে ৯০০
মিটার (২০০০-৩০০০ ফিট)
গভীরে বসবাস করে।
Discussion about this post