নিজস্ব প্রতিবেদক
পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও ভুল সংশোধনে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংক্রান্ত অনলাইন বৈঠকে জাতীয় পাঠ্যপুস্তুক বোর্ড (এনসিটিবি) চেয়ারম্যানকে এই নির্দেশ দেওয়া হয়।
অনলাইনি এই বৈঠকে উপস্থিতি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা এবং সংশ্লিষ্টরা।
পাঠ্যবইয়ে ভুল সংক্রান্ত বৈঠকে শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রী এনসিটিবির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের ওপর ক্ষোভ প্রকাশ করেন। এ সময় বিভিন্ন বইয়ের ভুল সংশোধনে আলাদা কমিটি গঠন করে ভুল সংশোধন করার নির্দেশ দেওয়া হয় এনসিটিবির চেয়ারম্যানকে।
বৈঠকে পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, বঙ্গবন্ধুকে যথাযথভাবে উপস্থাপন না করা, ৭ নভেম্বরের ভুল তথ্য উপস্থাপন, কৌশলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্তূতি গাওয়া, ইংরেজি বইতে বিশেষ দুটি সংবাদপত্রের আর্টিকেল ব্যবহার করাসহ বিভিন্ন ভুল সংশোধনে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
জানা গেছে, ১৩টির বেশি বইতে বানান ভুলসহ এ ধরনের ভুল ও বিভিন্ন অসঙ্গতি রয়েছে।
Discussion about this post