নিজস্ব প্রতিবেদক
ফেসবুকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগে দুইজন শিক্ষকের এমপিও বন্ধ করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাদের বিরুদ্ধে ওঠা অপপ্রচারের অভিযোগ প্রমাণ মিলেছে। তাই, শিক্ষকদের এমপিও সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। একই সাথে অভিযুক্তদের শোকজ করতে বলা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
এমপিও স্থগিত হওয়া শিক্ষকরা হলেন, ফরক্কাবাদ ডিগ্রি কলেজের আইসিটি প্রভাষক নোমান সিদ্দীকী (৩৫) ও ইসলামী ইতিহাসের প্রভাষক জাহাঙ্গীর আলম (৪০)।
জানা গেছে, গত জুলাই মাসের মাঝামাঝি সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে নিয়ে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে চাঁদপুর মডেল থানায় আইসিটি আইনে একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় ফরক্কাবাদ মাদরাসার শিক্ষক আনিসুর রহমান শরীফ (৪০), ফরক্কাবাদ ডিগ্রি কলেজের আইসিটি প্রভাষক নোমান সিদ্দীকী (৩৫) ও ইসলামী ইতিহাসের প্রভাষক জাহাঙ্গীর আলমকে (৪০) গ্রেফতার করে পুলিশ।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্র জানায়, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার হলে বিভাগের অধীনে এমপিওভুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের দায়িত্ব দেয়া হয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে। অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগের প্রমাণ পেয়েছে শিক্ষা অধিদপ্তর। তাই, অভিযুক্ত শিক্ষকদের এমপিও সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দেয়া হয়েছে। একইসাথে অভিযোগ প্রমাণ পাওয়ায় তাদের এমপিও স্থায়ীভাবে কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে শোকজ করতে বলা হয়েছে শিক্ষা অধিদপ্তরকে।
এছাড়া শোকজের জবাব প্রাপ্তির পর এ সংক্রান্ত প্রতিবেদন জরুরিভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠাতে শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা দেয়া হয়েছে।
Discussion about this post