জানা গেছে, প্রতিষ্ঠান প্রধানদের শ্রেণি, শিক্ষাবর্ষ বিভাগ, গ্রুপ, ভর্তিকৃত মোট শিক্ষার্থী সংখ্যা, উপবৃত্তি প্রাপ্য শিক্ষার্থীর সংখ্যা ও শিক্ষার্থীদের বিবরণ উল্লেখ করে নির্ধারিত ছকে তথ্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠাতে বলা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের বিবরণ হিসেবে শিক্ষার্থীর নাম, বাবা-মায়ের নাম, শিক্ষাবর্ষ, শ্রেণি, ঠিকানা এবং শিক্ষার্থী ও অভিভাবকের ফোন নম্বরসহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিসে পাঠাতে বলা হয়েছে। এছাড়া নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার একটি মূল কপি প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে বলা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানগুলো থেকে আসা শিক্ষার্থীদের তালিকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদেরও সংরক্ষণ করতে বলা হয়েছে।
Discussion about this post