অনলাইন ডেস্ক
নিজ দেশে নিজেদের প্রসার ঘটিয়েই চলছে অ্যামাজন। শুক্রবার বিশ্বের শীর্ষ ই-কমার্স জায়ান্টটি ভেলেভিউ, ওয়াশিংটনে আরও ১০ হাজার নতুন কর্মসংস্থান তৈরির পরিকল্পনা করেছে। খবর সিনেট।
এক ব্লগ পোস্টে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট জন স্কয়েটলার এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেছেন। গত ফেব্রুয়ারিতে শহরটিতে নতুন ১৫ হাজার চাকরির সুযোগ তৈরির করার বিস্তারিত পরিকল্পনা ঘোষণা করেছিলো অ্যামাজন।
স্কয়েটলার বলেন, বেলেভিউতে অতিরিক্ত ২০ লাখ বর্গফুটের অফিস নেয়া হচ্ছে। আইকনিক এবং টেকসই স্থাপনা ভুলকান : ৫৫৫ টাওয়ার এবং ওয়েস্ট মেইনের এই জায়গা লিজ নেয়া হয়েছে। উভয় ভবনই বর্তমানে নির্মানাধীন রয়েছে।
কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয় পরিবারের স্বাস্থ্যসহ মানবসেবায় এক মিলিয়ন ডলার ফান্ডের ঘোষণা দিয়েছে অ্যামাজন।
Discussion about this post