নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক শিক্ষা অধিদফতর বাস্তবায়নাধীন চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় ‘গণিত অলিম্পিয়াড কৌশলে গণিত শিখন: প্রথম পাঠ’ শীর্ষক অনলাইন কোর্স চালু হয়েছে। সম্প্রতি এ কোর্সের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব জাকির হোসেন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছাড়াও অনলাইন কোর্সটি সম্পন্ন করার মাধ্যমে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট মাঠপর্যায়ের সব কর্মকর্তা শ্রেণি কার্যক্রমে গণিত অলিম্পিয়াড কৌশল প্রয়োগের ধারণা পাবেন। অংশগ্রহণকারীরা এটুআই প্রকল্পের মুক্তপাঠ প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করে কোর্সটি সম্পন্ন করতে পারবেন।
এদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এক স্মারকে বলা হয়েছে, দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’জন শিক্ষককে এই কোর্সে অংশগ্রহণ করা বাধ্যতামূলক। পাশাপাশি আগ্রহী উপজেলা শিক্ষা অফিসার ও সংশ্লিষ্ট অন্যান্যরা এ কোর্সটি সম্পন্ন করতে পারবে।
১৭ আগস্ট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নূরননবী সাক্ষরিত স্মারকটি আজ সোমবার (৭ সেপ্টেম্বর) প্রাথমিক অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
Discussion about this post