আন্তর্জাতিক ডেস্ক
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এর মধ্যেই নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। কিন্তু চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচন যতই এগিয়ে আসছে ততই প্রার্থীরা একে অন্যের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন যদি নির্বাচনে জয়ী হন তবে যুক্তরাষ্ট্রকে দখল করবে চীন।
তিনি আরও বলেন, আমরা বিশ্ব বাণিজ্য সংস্থার দিকে তাকিয়ে আছি। তারা আমাদের সঙ্গে খুবই ভালো আচরণ করছে। তারা আমাদের সঙ্গে নরম সুরে কথা বলছে।
তার মতে, চীন বিশ্ব বাণিজ্য সংস্থার নীতি অনুসরণ করে না। চীনের প্রতি এ কারণেই বিশ্ব বাণিজ্য সংস্থার আচরণ ভালো নয়।
এরপরেই তিনি বাইডেনের কথা উল্লেখ করে বলেন, তিনি নির্বাচনে জয়ী হলে আমাদের দেশের দখল নেবে চীন। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন যে, তার শাসনামলে যুক্তরাষ্ট্র উৎপাদনে শক্তিশালী দেশে পরিণত হয়েছে।
চলতি বছরের আসন্ন এই নির্বাচনে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়াই করছেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিপক্ষ জো বাইডেনের সমর্থকদের উদ্দেশ্যে সম্প্রতি তিনি হুঁশিয়ার দিয়েছে যে, নৈরাজ্যবাদীদের যেভাবেই হোক আমেরিকার মাটি থেকে উচ্ছেদ করবেন তিনি।
অপরদিকে এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের মেয়াদকে যুক্তরাষ্ট্রের জন্য এক কালো অধ্যায় হিসেবে আখ্যা দিয়েছেন।
তিনি বলেছেন, মার্কিন জনগণের একতা এই কালো অধ্যায়ের সমাপ্তি ঘটাবে। এভাবেই চলছে একে অপরকে আক্রমণ। নির্বাচনে প্রতিপক্ষকে ঘায়েল করতে যা নতুন নয়।
Discussion about this post