ক্রীড়া ডেস্ক
বাধ্য হয়েই বার্সেলোনায় থেকে যেতে হলো মেসিকে। আগামী একটি মৌসুম অনিচ্ছা সত্বেও মেসিকে কাটাতে হবে বার্সাতেই। রিলিজ ক্লজ জটিলতায় ম্যানসিটিতে যেতে চেয়েও পারেননি মেসি। সুতরাং, একজন পেশাদার ফুটবলার হিসেবে ঘরে তো বসে থাকা যায় না। যে কারণে সোমবার থেকে অনুশীলন শুরু করে দিয়েছেন বার্সার আর্জেন্টাইন অধিনায়ক।
শুধু অনুশীলন করাই নয়, এবার বার্সার অফ দ্য ফিল্ডের (মাঠের বাইরের) কর্মকাণ্ডেও নিজেকে যুক্ত করলেন মেসি। স্প্যানিশ জায়ান্টদের আগামী মৌসুমের নতুন জার্সির মডেল হলেন তিনি।
বার্সার নতুন জার্সিতে গোলাপি রঙ-এরই আধিক্য বেশি। তবে উপরের অংশে এবং হাতার মধ্যেও সবুজ রঙ ব্যবহার করা হয়েছে। বার্সেলোনার পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মর্নিং পিঙ্ক এবং গ্রিন অ্যান্ড ব্লু- দারুণ ঔজ্জ্বলতা তৈরি করেছে।’
এই জার্সিটি এরই মধ্যে বিক্রি শুরু হয়ে গেছে বার্সেলোনার স্টোরে এবং অনলাইনে। বার্সেলোনার বাইরে বিক্রি শুরু হবে আগামী সপ্তাহ থেকে।
Discussion about this post