আন্তর্জাতিক ডেস্ক
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে পাকিস্তানের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী শাফকাত মাহমুদ। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
দেশটির শিক্ষামন্ত্রী জানান, প্রথম দফায় (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়, দ্বাদশ শ্রেণিসহ সব প্রফেশনাল কলেজ খুলে দেওয়া হবে। পরে আগামী ২৩ সেপ্টেম্বর ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠান খোলা হবে। সর্বশেষ ৩০ সেপ্টেম্বর প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা হবে।
মন্ত্রী জানান, পরামর্শমূলক এই প্রক্রিয়ায় বিশেষজ্ঞ প্যানেল ও থিংক ট্যাংক এর সদস্যরাও যুক্ত ছিলেন। তিনি এই দিনটিকে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে অভিহিত করেন। মেহমুদ এতগুলো মাস ধৈর্যধারণের জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ জানান।
এর আগে গত ১০ জুলাই এক সংবাদ সম্মেলনে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত জানায় পাকিস্তান। সেসময় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতির উন্নতি হলে সরকারের এই সিদ্ধান্ত বহাল থাকবে এবং পর্যায়ক্রমে দেশটির সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।
Discussion about this post