ক্রীড়া ডেস্ক
শক্তিশালী গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে হারিয়ে প্রথমবারের মতো ক্যারিবীয় প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে উঠেছে ড্যারেন স্যামির সেন্ট লুসিয়া জুকস। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে গতকাল মঙ্গলবার গায়ানাকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে স্যামির দল।
সিপিএলের ইতিহাসে অন্যতম সেরা দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। পাঁচবার টুর্নামেন্টের ফাইনালে উঠেছে তারা। এবারের আসরেও ছুটছিল দারুণভাবে। কিন্তু সেমিফাইনালে মুখ থুবড়ে পড়ল গায়ানার ব্যাটিং লাইনআপ।
টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৫৫ রানে অলআউট হয় গায়ানা। পাঁচ ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেননি। বাকিদের স্কোর যথাক্রমে ২৫, ১১, ১১, ১ ও ২ রান।
ছোট লক্ষ্যের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় সেন্ট লুসিয়া।
সিপিএলের ফাইনালে আগামীকাল বৃহস্পতিবার তিনবারের চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে লড়বে স্যামির সেন্ট লুসিয়া।
এদিকে গতকাল দিনের আরেক ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১০৭ রান সংগ্রহ করে জ্যামাইকা তালওয়াস। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন বোনার। আর ৩৩ রান করেন অধিনায়ক পাওয়েল।
জবাবে ব্যাট করতে নেমে ১৫ ওভারেই জয় তুলে নেয় ত্রিনবাগো নাইট রাইডার্স। দলের হয়ে সর্বোচ্চ রান করেন সিমন্স (৫৪)। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন ওয়েবস্টার।
Discussion about this post