নিজস্ব প্রতিবেদক
সার্টিফায়েড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান (সিএটি) কোয়ালিফিকেশন শুরু করেছে দ্য অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউনট্যান্টস (এসিসিএ) বাংলাদেশ। সম্প্রতি এক অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে কোর্সটি সবার জন্য উন্মুক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিএটির উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে দেশে এন্ট্রি লেভেলে দক্ষ অ্যাকাউন্ট্যান্ট খুঁজে পাওয়া যায় না। অনেক ছোট প্রতিষ্ঠান বা স্টার্টআপের ক্ষেত্রে এ সমস্যা আরও প্রকট। দক্ষ অ্যাকাউন্ট্যান্ট একটি প্রতিষ্ঠানে প্রাথমিক হিসাবরক্ষণের কাজ করতে পারে। দেশে এ–সংক্রান্ত নির্দিষ্ট কোনো কোয়ালিফিকেশন কোর্সও নেই। এসব বিবেচনায় নিয়ে সিএটি কোয়ালিফিকেশন কোর্সটি শুরু হলো। শিক্ষার্থীরা অনলাইনে পরীক্ষা দিতে পারবেন।
অনুষ্ঠানে এসিসিএ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো. এহসানুল হক বাশার বলেন, ‘আমরা বিশ্বাস করি, ছোট–বড় সব প্রতিষ্ঠান সিএটি কোয়ালিফিকেশনের সুবিধা নিতে পারবে। আশা করছি, বাংলাদেশে CAT( সিএটি)র যাত্রা সফল হবে।’
অনুষ্ঠানে মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘সিএটি একটি আন্তর্জাতিক কোয়ালিফিকেশন। অ্যাকাউন্টিং টেকনিশিয়ানদের সংখ্যা কীভাবে বৃদ্ধি করা যায়, সে বিষয়ে আমাদের পদক্ষেপ নিতে হবে। আমরা স্নাতকদেরও এ ব্যাপারে সচেতন করতে পারি। গ্র্যাজুয়েট অনেকের প্রফেশনাল বা টেকনিক্যাল স্কিলভিত্তিক অ্যাকাউন্টিং কোয়ালিফিকেশন না থাকার কারণে কর্মসংস্থান হচ্ছে না। তাঁরা এই যোগ্যতা অর্জনে উদ্যোগী হতে পারেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের (বিটিইবি) চেয়ারম্যান মো. মোরাদ হোসেন মোল্লাহ, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) নির্বাহী পরিচালক এম আনোয়ারুল করিম প্রমুখ।
Discussion about this post