খেলাধূলা ডেস্ক
দক্ষিণ আফ্রিকা স্পোর্টস কনফেডারেশন ও অলিম্পিক বডি দেশটির ক্রিকেট বোর্ডকে বিলুপ্ত ঘোষণা করেছে। ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের পদত্যাগ করতে বলেছে এবং অলিম্পিক বডি বোর্ডের দায়িত্ব নেবে বলে জানিয়েছে। এতে বিপাকে পড়তে পারে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দেশটিকে নিষিদ্ধ করতে পারে আইসিসি।
কারণ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার (আইসিসি) নীতিতে বলা আছে, ক্রিকেট বোর্ডের ওপর সরকার হস্তক্ষেপ করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে আইসিসি। গত বছরের ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পৃক্ত অনেকে ক্ষমতার অপব্যবহার করেছেন এবং অপশাসন কায়েক করেছেন উল্লেখ করে এক চিঠি দিয়ে বোর্ড কর্মকর্তাদের সরে যেতে বলেছে স্পোর্টস কনফেডারেশন ও অলিম্পিক বডি।
তারা চিঠি দিয়ে জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের এমন অপশাসন বর্তমান বোর্ডের অনেক সদস্য, সাবেক বোর্ড সদস্য থেকে সাবেক ক্রিকেটারদের চিন্তার কারণ হয়ে উঠেছে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ওপর থেকে মানুষের আস্থা চলে যাচ্ছে। তবে স্পোর্টস কনফেডারেশনে বোর্ডে হস্তক্ষেপ আবার চিন্তার কারণ হয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিতে থাকা সম্প্রচার, বিজ্ঞাপন স্বত্ব থাকা প্রতিষ্ঠানের।
প্রোটিয়া বোর্ডের ওপর দুর্নীতির অভিযোগ এনে দুটি সভা ডাকার কথা বলে দেশটির স্পোর্টস কনফেডারেশন। তার একটি সভা বসলেও সেটা ছিল বোর্ডের বিপক্ষে থাকা নানা অভিযোগের ওপর তদন্ত বিষয়ক। পরের সভাটি আর বসেনি। কারণ পরের সভায় বোর্ডকে বলা হয়েছিল তদন্ত করে একটি প্রতিবেদন দাখিল করতে। কিন্তু বোর্ড সেটা দিতে পারেনি। তাই বলে হুট করে বোর্ডকে বিলুপ্তির ঘোষণা ভালো লাগেনি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের।
তারা তাই আইনি লড়াইয়ে নামবে বলে জানিয়েছে। এক বিবৃতি দিয়ে বোর্ড জানিয়েছে, তারা স্পোর্টস কনফেডারেশনের চিঠি পেয়েছে। বোর্ডের ওপর সরকারের এমন হস্তক্ষেপের সিদ্ধান্তের সঙ্গে ক্রিকেট বোর্ড সম্মত নয়। তাছাড়া অনেক বিষয় নিয়েই বোর্ডের কনফেডারেশনের সঙ্গে জোট বেধে কাজের সুযোগ তাদের নেই। এভাবে হস্তক্ষেপ করলে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তাই আইনের দারস্ত হবে। এ বিষয়ে এখনও আইসিসির কোন মতামত পাওয়া যায়নি।
Discussion about this post