জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের (জেইউএসসি) আয়োজনে ‘জেইউএসসি ন্যাশনাল সায়েন্টিফিক আর্টিকেল রাইটিং কম্পিটিশন-২০২০’ শীর্ষক অনলাইন প্রতিযোগিতা শুরু হয়েছে। লেখা জমা দেয়ার শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
এ প্রতিযোগিতায় সারাদেশের স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়সহ যেকোনো বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন। এজন্য অংশগ্রহণকারীদের কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হবে না।
মোট ছয়টি ক্যাটাগরিতে আর্টিকেল জমা দিতে পারবেন রেজিস্ট্রেশনকারীরা। ক্যাটাগরিগুলো হলো: সায়েন্স ফিকশন (১০০০-১২০০ শব্দের মধ্যে), ভ্রমণ কাহিনী (৫০০-৭০০ শব্দ), তথ্যপ্রযুক্তি, ভবিষ্যৎ আবিষ্কার ও আগামীর পৃথিবী। এর মধ্যে ভ্রমণ কাহিনীতে বিজ্ঞান জাদুঘর, চিড়িয়াখানা, সাফারি পার্ক ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে লিখতে বলা হয়েছে।
অংশগ্রহণকারীদের মধ্য থেকে বাছাই করা পাঁচজনকে পুরস্কৃত করা হবে।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক মুহুম্মদ দিদারে আলম মুহসিন, আমেরিকার পার্ডু বিশ্ববিদ্যালয়ের সহকারী রিচার্সার ইমরুল শাহারিয়ার ও দ্য ডেইলি বিজনেস স্ট্যান্ডার্ড এর স্টাফ রিপোর্টার কামরান সিদ্দিকী।
প্রতিযোগিতায় বই স্পন্সর করছে ইন্দো বাংলা বুক শপ ও নেওয়ার্ক আসপেক্ট সিরিজ। juscbd05@gmail.com ও shakil.47.ju@gmail.com ইমেইলে লেখা পাঠাতে হবে আগ্রহীদের।
Discussion about this post