অনলাইন ডেস্ক
জাতিসংঘের ৭৫তম বার্ষিকী উদযাপন হবে সোমবার (২১ সেপ্টেম্বর)। এ উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। করোনা মহামারির কারণে এ বছর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে কোনো দেশের রাষ্ট্র ও সরকার প্রধান উপস্থিত থাকছেন না। তবে বিশেষ এ দিনটি উপলক্ষে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বক্তব্য দেবেন তারা। এতে বক্তব্য দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
চলতি বছর বিশ্বের প্রায় সব দেশের অভিভাবক জাতিসংঘের ৭৫তম বার্ষিকী। ‘যে ভবিষ্যৎ আমরা চাই, যে জাতিসংঘ আমাদের দরকার’ স্লোগান নিয়ে করোনা মহামারির মধ্যেও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে নানা কর্মসূচি নিয়েছে সংস্থাটি। এ উপলক্ষে সোমবার (২১ সেপ্টেম্বর) বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের পাশাপাশি বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা জানান, জাতিসংঘের ৭৫তম বার্ষিকীতে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। তাই বঙ্গবন্ধুকে নিয়েও আলাদা অনুষ্ঠান আয়োজন করছে বাংলাদেশ।
শান্তিরক্ষা মিশনসহ জাতিসংঘের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান স্থায়ী প্রতিনিধি।
জাতিসংঘের সাধারণ পরিষদের চলতি অধিবেশন ৭৫তম বার্ষিকী উদযাপনে আড়ম্বরপূর্ণ আয়োজনের পরিকল্পনা থাকলেও কোভিড-১৯ সব কিছু পাল্টে দিয়েছে। কিন্তু হীরক জয়ন্তী বলে কথা। তাই অনাড়ম্বর ভাবেই পালিত হচ্ছে ৭৫তম বার্ষিকী।
১৯৪২ সালের ১ জানুয়ারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্যাঙ্কলিন ডি. রুজভেল্ট প্রথম জাতিসংঘ নামের ঘোষণা দেন। পরে ৫০টি দেশের সনদ স্বাক্ষরের মাধ্যমে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯৩টি।
Discussion about this post