আন্তর্জাতিক ডেস্ক
করোনা ভ্যাকসিনের প্রয়োগ শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। জরুরি মুহূর্তে ব্যবহারের জন্য করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে প্রশাসন।
স্বাস্থ্যমন্ত্রী আল ওয়াইস এক বিবৃতিতে জানিয়েছেন, সম্মুখসারিতে কাজ করা ‘হিরো’দের নিরাপত্তা নিশ্চিত এবং করোনাভাইরাসের যেকোনো ঝুঁকি থেকে তাঁদের রক্ষা করতে সব ধরনের পদক্ষেপ নিশ্চিত করা হবে। তাঁরা জীবন বাজি রেখে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
চীনাভিত্তিক সিনোফার্মের এই ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু করেছে আরব আমিরাত। সেখানে কয়েক হাজার স্বেচ্ছাসেবী এই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। ভ্যাকসিনের পরীক্ষা শুরুর ছয় সপ্তাহ পরই তা জরুরি ব্যবহারের জন্য অনুমতি দিল আরব আমিরাত।
আমিরাতে বড় ধরনের সমাবেশ বা জনসমাগমে নিষেধাজ্ঞা আনা হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি প্রয়োজনে একই পরিবারের ১০ জন সদস্য যে কোনো সামাজিক অনুষ্ঠানে যোগদান বা সমবেত হতে পারবেন।
এক টুইট বার্তায় জরুরি অবস্থা সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বিয়ে এবং পরিবারের যেকোনো অনুষ্ঠান ১০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়া অতিথিদের ২৪ ঘণ্টা আগেই করোনার পরীক্ষা করিয়ে নিতে বলা হয়েছে। একই রকমের নিয়ম জারি করা হয়েছে যেকোনো ধরনের প্রার্থনা এবং শেষকৃত্যের জন্যও।
Discussion about this post