আন্তর্জাতিক ডেস্ক
টেলিফোনে বোমা হামলার হুমকি পাওয়ায় প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার থেকে পর্যটকদের সরিয়ে নেয়া হয়েছে। বুধবার স্থাপনাটি পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের এক মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
আইফেল টাওয়ার কর্তৃপক্ষের মুখপাত্র জানিয়েছেন, পুলিশের কাছে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে টাওয়ারে বোমা হামলার হুমকি দেয়ায় সতর্কতাস্বরূপ লোকজন সরিয়ে নেয়া হয়েছে। তবে এ বিষয়ে আর কোনও তথ্য দিতে রাজি হননি তিনি।
ফ্রান্সের প্রতীকী স্থাপনা হয়ে ওঠে আইফেল টাওয়ার দেখতে প্রতি বছর লাখ লাখ মানুষ প্যারিসে যান। করোনাভাইরাস মহামারির কারণে বেশ কয়েক মাস বন্ধ থাকার পর সম্প্রতি খুলে দেয়া হয়েছিল দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্রটি।
Discussion about this post