আন্তর্জাতিক ডেস্ক
চলতি বছরের জুলাইয়ে ভারতের বিমানবাহিনীতে যুক্ত হয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান রাফাল। ২০২১ সালের মধ্যে দেশটির বিমানবাহিনীতে ৩৬টি রাফাল যুক্ত হবে বলে জানিয়েছে ভারতের বিমানবাহিনী সূত্র।
এবার ভারতের প্রথম নারী হিসেবে রাফাল ওড়াবেন ফ্লাইট লেফটেন্যান্ট শিবাঙ্গী সিং।
এর আগে মিগ-২১ বাইসন যুদ্ধবিমান উড়িয়েছেন শিবাঙ্গী। সেটি ছেড়ে রাফাল ওড়াতে ‘কনভারসন ট্রেনিং’শুরু করেছেন। প্রশিক্ষণ শেষ হলে এর পর আম্বালা এয়ারবেসের ‘গোল্ডেন অ্যারোজ’ স্কোয়াড্রনে যোগ দেবেন তিনি।
এর পরই পাবেন রাফাল ওড়ানোর দায়িত্ব।এ মুহূর্তে ভারতীয় বিমানবাহিনীতে ১০ নারী পাইলট রয়েছেন। সব কিছু ঠিক থাকলে শিবাঙ্গীই তাদের মধ্যে প্রথম নারী হিসেবে রাফালে চড়বেন।
পাইলট শিবাঙ্গী সিংয়ের বাড়ি উত্তরপ্রদেশের বারানসিতে। ২০১৭ সালে ভারতীয় বিমানবাহিনীতে যোগ দেন তিনি। রাজস্থানে ফাইটারবেসে কাজ করছিলেন তিনি। সেখানে আলোচিত উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের সঙ্গে মিগ-২১ বাইসন উড়িয়েছেন তিনি।
প্রসঙ্গত সামরিক পরিভাষায় রাফালেকে বলে মাল্টিরোল কমব্যাট এয়ারক্র্যাফট। অনেক উঁচু থেকে হামলা চালানো, যুদ্ধজাহাজ ধ্বংস করা, মিসাইল নিক্ষেপ এমনকি পরমাণু হামলা চালানোর ক্ষমতাও রয়েছে রাফালের।
একে আরও শক্তিশালী করতে ‘মেটিওর’ এবং ‘স্কাল্প’ নামে দুটি মিসাইলও যোগ করা হতে পারে। পাশাপাশি এটিকে আরও শক্তিশালী করতে আনা হচ্ছে হ্যামার ক্ষেপণাস্ত্রও।
হরিয়ানার আম্বালা বিমানবাহিনী ঘাঁটিতে ‘গোল্ডেন অ্যারো’ ১৭ নম্বর স্কোয়াড্রোনের অন্তর্ভুক্ত করা হবে এ যুদ্ধবিমানগুলো।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
Discussion about this post