অনলাইন ডেস্ক
অনলাইন থেকে ক্ষতিকর কনটেন্ট চিহ্নিত করণে শীর্ষ বিজ্ঞাপনদাতাদের সঙ্গে একমত হয়েছে ফেসবুক, ইউটিউব এবং টুইটার।
ওয়ার্ল্ড ফেডারেশন অফ অ্যাডভার্টাইজারস-এর ঘোষণা করা চুক্তি অনুযায়ী, বিদ্বেষমূলক বক্তব্য এবং হয়রানির মতো ক্ষতিকর কনটেন্টের জন্য প্ল্যাটফর্মগুলোকে সার্বজনীন সংঙ্গায়ন এবং অভিযোগের জন্য একটি মান নির্ধারণ করতে হবে।
এছাড়াও ব্র্যান্ডগুলো তাদের বিজ্ঞাপন কোথায় প্রদর্শিত হয় নিয়ন্ত্রণ করার ক্ষমতা প্রয়োগে অধিকতর কার্যকর টুল থাকতে হবে।
চুক্তি অনুযায়ী, বাইরের নিরীক্ষক দিয়ে কনটেন্ট যাচাই ব্যবস্থা পরীক্ষা করাতেও সম্মতি দিয়েছে প্ল্যাটফর্মগুলো। বিজ্ঞাপনের সঙ্গে কোন কনটেন্ট দেখানো হবে সেগুলোর ওপর বিজ্ঞাপনদাতাদেরকে আরও নিয়ন্ত্রণ দিতেও রাজি হয়েছে তারা।
বিদ্বেষমূলক বক্তব্য, ভুয়া খবর এবং অন্যান্য ক্ষতিকর কনটেন্টের সঙ্গে বিজ্ঞাপন দেখানো বন্ধ করতে সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানগুলো খুব বেশি কিছু করছে না, বিজ্ঞাপনদাতাদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতেই বুধবার এই চুক্তি করলো ফেসবুক- ইউটিউব-টুইটার।
Discussion about this post