ক্রীড়া ডেস্ক
কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে পাত্তাই পায়নি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ব্যাটিং ব্যর্থতায় বাজেভাবে হেরেছে বেঙ্গালুরু। সেইসঙ্গে বিশাল ক্ষতির মুখে পড়লেন অধিনায়ক বিরাট কোহলি। মন্থর ওভার রেটের কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার টসে জিতে আগে বোলিং নেন কোহলি। ম্যাচের প্রথম ইনিংসটি এক ঘণ্টা ৫১ মিনিট লম্বা হয়, যার কারণে শাস্তির মুখে পড়েন তিনি।
ম্যাচ শেষে হারের দায় নিয়ে কোহলি বলেন, ‘ঠিক কোন জায়গায় ভুল হলো, তা আমরা জানি। আমিই সব দায় নিচ্ছি মাথা পেতে। এমন কিছুদিন আসে, যেদিন এমন ঘটনা ঘটে। সেগুলো মেনে নিতে হবে। আমরা একটা ভালো দিন এবং একটা খারাপ দিন দুই-ই দেখলাম। এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়।’
ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরিতে কিংস ইলেভেন পাঞ্জাবকে ২০০ ছাড়ানো ইনিংস উপহার দিয়েছেন লোকেশ রাহুল। বড় ইনিংসের জবাব দিতে নেমে শুরুতেই মুখ থুবড়ে পড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং। আস্থার প্রতিদান দিতে পারলেন না এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি, অ্যারন ফিঞ্চের মতো তারকারা। ফলে পাঞ্জাবের কাছে ৯৭ রানের বিশাল ব্যবধানে হেরে মাঠ ছাড়ল কোহলির দল।
ম্যাচটিতে ফিল্ডিংয়ে বড় ভুল করেন কোহলি। ৮৩ আর ৮৯ রানের মাথায় রাহুলকে দুবার আউট করার সুযোগ পান তিনি। কিন্তু দুবারই ক্যাচ ছেড়ে দেন কোহলি।
ফিল্ডিংয়ে জোড়া ক্যাচ হাতছাড়া হওয়ার পর ব্যাট হাতেও ব্যর্থ কোহলি। ২০৭ রান তাড়া করতে নেমে কোহলি ফিরলেন মাত্র ১ রানে। কটরেলের আচমকা লাফিয়ে ওঠা বল পুল করতে গিয়ে রবির হাতে ধরা পড়েন তিনি।
Discussion about this post