নিউজ ডেস্ক
দেশের ১৭ কোটি মানুষসহ ভবিষ্যত প্রজন্মের কাছে ডিজিটাল বাংলাদেশের সুফল পৌঁছে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার শতায়ু জীবনের প্রার্থনা করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত স্থির আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এই প্রার্থনা করেন তিনি।
গৌরব ৭১ এর আয়োজনে রাজধানীর ধানমন্ডিস্থ রবিন্দ্র সরোবরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সভাপতি মনিরুল ইসলাম।
বিগত ৬ মাসে যখন সারা বিশ্ব এই করোনা মহামারির কারণে বিচলিত হয়ে গেছে, বিশ্ব অর্থনীতি স্থবির হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মতো একটি নিম্ন-মধ্যম আয়ের দেশের ১৭ কোটি মানুষকে তিন বেলা খাবার ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য এবং বিচার ব্যবস্থা পর্যন্ত ডিজিটাল মাধ্যমে করার ব্যবস্থা করে দিয়েছেন। তাই আসকে আসুন মহান আল্লাহ পাকের কাছে তার সুস্থদেহের দীর্ঘায়ু জীবনের জন্য প্রাণ ভরে দোআ করি, যেন তিনি বঙ্গবন্ধুর অসমাপ্ত অর্থনৈতিক মুক্তির আন্দোলন সফল করে এদেশের ১৭ কোটি মানুষ যেন ডিজিটাল বাংলাদেশের সুফল পায়।
এসময় সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক, গৌরব ৭১ এর সাধারণ সম্পাদক এস এম শাহিন, বিবার্তা সম্পাদক বাণী ইয়াসমিন হাসি প্রমুখ ‘প্রজন্মের প্রার্থনা- শতায়ু হোক শেখ হাসিনা’ শীর্ষক এই সভায় বক্তব্য রাখেন।
বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনৈতিক মুক্তির জন্য প্রযুক্তিকে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন। আজকের ডিজিটাল বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনা একজন সফল মা হিসেবে তার দুই সন্তানকে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলেছেন এবং বিশ্ব অঙ্গনে বাংলাদেশকে প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ার মূল আর্কিটেক্ট জনাব সজীব ওয়াজেদ জয়ের মতো একজন সন্তানকে তিনি গড়ে তুলেছেন। সায়মা ওয়াজেদের মতো একজন মনোবিজ্ঞানীকে তিনি লালন করেছেন। তিনি মহিয়সী।
এসময় আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্থির চিত্রগুলো ডিজিটাল মাধ্যমে প্রকাশের আগ্রহ প্রকাশ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী।
Discussion about this post