নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন বলেছেন, অন্যান্য সমস্যার মতো ডিপিএড প্রশিক্ষণ নেয়া শিক্ষকদের বেতনের সমস্যাটিও শিগগিরই সমাধান হবে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (বিদ্যালয়) এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ শিক্ষকদের অন্যান্য সমস্যার মতো এটাও দ্রুতই সমাধান করা হবে।
সচিব সাংবাদিকদের বলেন, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রশিক্ষণ নিলে উল্টোফল, বেতন কমে যাবে ইত্যাদি কথা বলা হচ্ছে কিন্তু মন্ত্রণালয়ের কাছে বিষয়টি অফিসিয়ালি আসেনি। শিক্ষকদের নিয়োগকারী কর্তৃপক্ষ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। বেতন ফিক্সেশন তিনিই করবেন। তিনি কোনো কারণে সেটি না পারলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে জানাবেন। তিনিও না পারলে আমাদের কাছে নির্দেশনা চাইবেন।
এদিকে প্রশিক্ষণ নিলে বেতন কমে যাবে এমন অপপ্রচার চালাচ্ছে এক শ্রেণির কয়েকজন শিক্ষক। সমিতি থেকে বহিষ্কার করলেও তাদের মধ্যে কেউ কেই নিজেকে সংগঠনের সভাপতি দাবি করে নিজের নাম কিছুটা বদল করে সংবাদপত্রে বিবৃতি পাঠাচ্ছে। তারা ডিপিএডকে (ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন) নানা নেতিবাচক অভিধান দিচ্ছেন। মন্ত্রণালয় থেকে বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়ার খবর শুনে তারা ফেসবুকে ও বিভিন্ন পত্রিকায় এ বিষয়টি নিয়ে আরো সরব হয়েছেন। সমস্যাটির সমাধান হলেই ক্রেডিট নেয়ার ধান্দাই এসব জনবিচ্ছিন্ন শিক্ষক নেতার ধান্দা।
বর্তমানে সারাদেশে ৬৫ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে তিন লাখ ৫২ হাজার সহকারী শিক্ষক কর্মরত। তাদের ৬০ শতাংশই নারী।
প্রাথমিকের সহকারী শিক্ষক হাবিবুর রহমান বলেন, প্রাথমিক শিক্ষায় প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ পর্ব। আমরা চাই, ডিপিএড/ সিইনএড প্রশিক্ষণ গ্রহণের ফলে উচ্চ ধাপে উচ্চতম গ্রেডে বেতন নির্ধারণ করা হোক।
Discussion about this post