অনলাইন ডেস্ক
বিগত প্রায় ২০ বছর ধরে অনলাইন জ্ঞানকোষ হিসেবে সেবা দিচ্ছে উইকিপিডিয়া। এবারে এক দশকে প্রথমবারের মতো ডেস্কটপ সংস্করণের নকশা বদলাতে যাচ্ছে ‘সাধারণ মানুষের লেখা’ এ এনসাইক্লোপিডিয়া।
মিডিয়াউইকি পোস্টে প্রস্তাবিত নতুন ফিচারগুলো নিয়ে এখনই জানতে পারবেন গ্রাহক। নতুন নকশার কিছু জিফ অ্যানিমেশনও শেয়ার করেছে উইকিমিডিয়া ফাউন্ডেশন।
নতুন ফিচারের একটি হলো, বাম দিকে সংকোচনযোগ্য সাইডবার। সাইডবারটি বাটনের মাধ্যমে লুকিয়ে রাখার এ ফিচারের কারণে মূল লেখা থেকে মনোযোগ সরবে না গ্রাহকের। এতে বাম দিকে অপ্রাসঙ্গিক কনটেন্ট এবং লিঙ্কের সংখ্যাও সীমিত হবে। পেজের ভাষা বদলাতে একটি ওয়ান-ক্লিক বাটনও যোগ হচ্ছে নতুন নকশায়।
সার্চ টুলটিও আরও উন্নত করতে কাজ করছে উইকিপিডিয়া। এ ছাড়া উইকিপিডিয়া পেজে লোগোর আকার ছোট করতেও কনফিগারেশন বদলাচ্ছে সাইটটি। মোবাইল সংস্করণেও একই নকশা আসবে কি না, তা জানায়নি প্রতিষ্ঠানটি।
Discussion about this post