ক্রীড়া ডেস্ক
আইপিএলের দশম ম্যাচে রুদ্ধশ্বাস সুপার ওভারে জিতল রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর।এবারের আসরে সুপার ওভারে ফলাফল নির্ধারিত হওয়া দ্বিতীয় ম্যাচ এটি। সোমবার দুবাইয়ে প্রথমে ব্যাট করা বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর ২০১ রান তোলে তিন উইকেটে।
জবাবে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সও সমান ২০১ রান করে পাঁচ উইকেট হারিয়ে। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে জয়ী হয় বাঙ্গালোর।
মুম্বাইয়ের ঈশান কিশান এক রানের জন্য সেঞ্চুরি মিস করেন। ২৪ বলে অপরাজিত ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেন কিয়েরন পোলার্ড। বাঙ্গালোরের আগের ম্যাচে এক রানে আউট হওয়ায় বিরাট কোহলিকে কটাক্ষ করেছিলেন সুনীল গাভাস্কার।
কাল কোহলি করলেন মাত্র তিন রান। তা সত্ত্বেও বাঙ্গালোর ২০১/৩ করে তিনটি ফিফটিতে। দুই ওপেনার দেবদূত পাড়িকাল (৫৪) ও অ্যারন ফিঞ্চ (৫২) এবং এবি ডি ভিলিয়ার্স (৫৫*) তিন হাফ সেঞ্চুরিয়ান।
Discussion about this post