অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের কলেজগুলোর অংশগ্রহণে বাংলাদেশে এ যাবৎকালের সর্ববৃহৎ ভার্চুয়াল শিক্ষামেলার আয়োজন করছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস। আগামী ২ ও ৩ এবং ৯ ও ১০ অক্টোবর এ শিক্ষামেলা চলবে।
‘এডুকেশন-ইউএসএ সাউথ এশিয়া ভার্চুয়াল ট্যুর-২০২০’ শীর্ষক এই অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের এডুকেশন-ইউএসএ’র পরামর্শ কেন্দ্রসমূহ।
সম্ভাব্য শিক্ষার্থীরা এখান থেকে শিক্ষাবৃত্তি ও অর্থনৈতিক সহায়তার সুযোগ সম্পর্কে জানতে এবং যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে তথ্যমূলক অধিবেশনে অংশ নেয়ার সুযোগ পাবেন। মেলায় বিনামূল্যে অংশ নেয়া যাবে এবং এটি সবার জন্য উন্মুক্ত। আগ্রহী শিক্ষার্থীরা বাড়িতে বসে কম্পিউটার, স্মার্টফোন বা ট্যাবলেটের মাধ্যমে সহজেই এই ভার্চুয়াল মেলায় যোগ দিতে পারেন।
পরপর দুই সপ্তাহান্তে ছুটির দিনে মেলাটি অনুষ্ঠিত হবে-
২ ও ৩ অক্টোবর- গ্রাজুয়েট পর্যায়ে অধ্যয়নে আগ্রহীদের জন্য দুদিনের ভার্চুয়াল মেলা নিবন্ধনের জন্য গ্রাজুয়েট মেলার ওয়েব পোর্টাল দেখার জন্য অনুরোধ জানানো হয়েছে bit.ly/EdUSAFair20EmbWeb।
অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- অ্যালবিয়ন কলেজ; আমেরিকান মিউজিক্যাল অ্যান্ড ড্রামাটিক একাডেমি; বার্কলি কলেজ; এমব্রি-রিডল অ্যারোনটিকাল ইউনিভার্সিটি; এমোরি ইউনিভার্সিটি স্কুল অফ ল; জর্জ ম্যাসন ইউনিভার্সিটি; জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি; হাওয়াই প্যাসিফিক ইউনিভার্সিটি; জনস হপকিন্স কেরি বিজনেস স্কুল; লুইসিয়ানা টেক ইউনিভার্সিটি; লয়োলা ম্যারিমাউন্ট ইউনিভার্সিটি; নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজি; নিউ ইয়র্ক ইউনিভার্সিটিস ট্যান্ডন স্কুল অফ ইঞ্জিনিয়ারিং; নর্থইস্টার্ন ইউনিভার্সিটি; রচেস্টার ইনস্টিটিউট অফ টেকনোলজি; সাভানা কলেজ অফ আর্ট অ্যান্ড ডিজাইন; এস ইউ এন ওয়াই পলিটেকনিক ইনস্টিটিউট; টেম্পল ইউনিভার্সিটি; দি ইউনিভার্সিটি অফ টেক্সাস এট আর্লিংটন; ফ্লেচার স্কুল অ্যাট টাফটস ইউনিভার্সিটি; ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাট রিভারসাইড অ্যান্ড আরভিন; ইউনিভার্সিটি অফ ক্যানসাস; ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ড; ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস অ্যাট লোয়েল অ্যান্ড অ্যামহার্স্ট; ইউএসসি ভিটারবি স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এবং আরও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান।
এডুকেশন-ইউএসএ ১৭৮টি দেশের ৪২৫টি আন্তর্জাতিক শিক্ষার্থী পরামর্শ কেন্দ্রের সমন্বয়ে গঠিত যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেটের একটি নেটওয়ার্ক।
Discussion about this post