নিজস্ব প্রতিবেদক
গত ২৭ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা ৭ টায় জুম অ্যাপসের মাধ্যমে চট্টগ্রামের পাঁচলাইশস্থ কলেজ অব সায়েন্স বিজনেস এন্ড হিউমেনিটিজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এইচএসসি প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।
কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বাংলা বিভাগের শিক্ষক আহসানুল হক হানিফের সঞ্চালনায় ভার্চুয়াল এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কেয়ার এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মেহরাব মাসুক।
অধ্যক্ষ প্রফেসর সুবীর দাশের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন কলেজের শিক্ষক এ কে আজাদ ও বিমল কান্তি মজুমদার। বিপুল পরিমাণ শিক্ষার্থীদের অংশ গ্রহণে ভার্চুয়াল এই প্রোগ্রাম জমে ওঠে। এতে অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা নবাগতদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য ও আবৃত্তি পরিবেশন করে। এতে বক্তারা বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের শুরু থেকেই অনলাইনে শিক্ষার্থীদের পাঠদান, পরীক্ষা ও নানা সেবা দিয়ে চট্টগ্রামে অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় সিএসবিএইচের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও চট্টগ্রামে ডিজিটাল কলেজে হিসেবে এগিয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক এই তিন স্তম্ভের সমন্বয়ের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে এবং এই সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। ” জুম অ্যাপস, হোয়াটসঅ্যাপ ও গুগল ফরমের ব্যবহার সম্পর্কে ছাত্র- ছাত্রীদের বিশদ ধারণা দেয়া হয়।
Discussion about this post