ক্রীড়া ডেস্ক
দুই ম্যাচের নিষেধাজ্ঞা শেষে মাঠে ফিরেছিলেন আগের ম্যাচেই। স্টেডে ডি রেইমসের বিপক্ষে মাঠে নামলেও গোলের দেখা মেলেনি নেইমারের। অবশেষে এঙ্গার্সকে সামনে পেয়ে মৌসুমে প্রথবারেরমত গোলের খাতা খুললেন নেইমার। তাও, জোড়া গোল করে ম্যাচটাকে স্মরণীয় করে রাখলেন ব্রাজিলিয়ান এই তারকা।
মার্সেইয়ের বিপক্ষে লাল কার্ড পেয়ে মাঠ ছেড়েছিলেন নেইমার। এরপর তিনি নিষিদ্ধ হন দুই ম্যাচের জন্য। অবশেষে নিষেধাজ্ঞা কাটিয়ে রেইমসের বিপক্ষে গত সপ্তাহেই মাঠে ফিরেছিলেন তিনি। কিন্তু গোল পাননি। নিজেদের মাঠে এঙ্গার্সকে পেয়ে এতদিন গোল করতে না পারার খায়েস যেন মিটিয়ে নিলেন তিনি।
মৌসুমের প্রথম দুই ম্যাচেই হেরে বসেছিল পিএসজি। এরপর টানা চার ম্যাচ জিতলো তারা। চার ম্যাচে জয়ের ফলে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো। স্টেডে রেনেঁ এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লিলে।
এঙ্গার্স কোচ স্টিফেন মৌলিন, যিনি ২০১১ সাল থেকে দায়িত্বে রয়েছেন ক্লাবটির এবং বর্তমান সময়ে দায়িত্ব পালন করা ইউরোপিয়ান কোচদের মধ্যে তিনিই সবচেয়ে দীর্ঘ সময় একটি ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি পিএসজিকে থামাতে ৫ জনের ডিফেন্স ওয়াল তৈরি করেছিলেন। কিন্তু তাতে মোটেও সফল হননি।
শুরুতেই এমবাপের দারুণ একটি শট ঠেকিয়ে দেন এঙ্গার্সের গোলরক্ষক। কিন্তু মাত্র ৭ মিনিট লাগলো পিএসজির বন্ধ তালা খুলতে। আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি দারুন এক ফ্লিকে বল জড়িয়ে দেন এঙ্গার্সের জালে। এরপর ৩৬ মিনিটে দলের হয়ে দ্বিতীয় এবং মৌসুমে নিজের প্রথম গোল করেন নেইমার।
Discussion about this post