বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেছেন, একটি বিশ্ববিদ্যালয়ের মূল কাজ জ্ঞানের সৃজন এবং বিতরণ। এটাকে ফ্যাসিলেটেড করতে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। এক্ষেত্রে মূল নিয়ামক ভূমিকা পালন করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
যুগের সাথে এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই। চতুর্থ শিল্প বিপ্লবের পথে আমরাও পুরোপুরি শামিল হতে চাই। এ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যা আছে, যা উন্নয়ন হয়েছে, সেখান থেকেই আমি সামনের দিকে এগিয়ে নিতে চাই। রোববার বিশ্ববিদ্যালয়ে ভিসির দায়িত্বে আনুষ্ঠানিকভাবে যোগদানের পর সাংবাদিকদের সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।
বিশ্ববিদ্যালয় নিয়ে ভাবনা প্রসঙ্গে ড. সালাম বলেন, একটি প্রতিষ্ঠানের নিজস্ব ভিত্তি থাকে এবং দিনে দিনে তা বৃদ্ধি পায়। হঠাৎ করে এসে সেটা নড়বড়ে করে দেয়া ভালো কাজ নয়। এ প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য শিক্ষা এবং গবেষণা। সেখানে কোন ফাঁকফোকর থাকলে তা পূরণ করে আরও শক্তিশালী করতে চাই।
বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির বিষয়ে শেখ সালাম বলেন, বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি হবে এটা আমি চিন্তা করতেই পারি না। এই বিশ্ববিদ্যালয় দুর্নীতির কোন পর্যায়ে আছে আমি জানি না। আমি আমার অভিজ্ঞতা থেকে বন্ধ করার চেষ্টা করব যদি তা থেকে থাকে।
গতকাল সকাল ১০টায় ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে কার্যক্রম শুরু করেন ভিসি ড. শেখ আবদুস সালাম। এ সময় সাথে ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান ও ট্রেজারার আব্দুল লতিফ। পরে নিজ কার্যালয়ে যান তিনি। এ সময় তিনি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী ও সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ফুল দিয়ে বরণ করেন- প্রো-ভিসি, পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধু পরিষদ, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম, কর্মকর্তা সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, সহায়ক কর্মচারী সমিতি, সাধারণ কর্মচারী সমিতি, ইবি ছাত্রলীগের নেতাকর্মীরা।
Discussion about this post