নিজস্ব প্রতিবেদক
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে নাম ও বয়স সংশোধনী সফটওয়্যারের যাত্রা শুরু হয়েছে। এ সফটওয়্যারটি উদ্বোধনের মধ্যদিয়ে নতুন ইনোভেশনের যাত্রা শুরু করলেন চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন। সোমবার (৫ অক্টোবর) বিকেলে শিক্ষাবোর্ড মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ সফটওয়্যারের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. মোল্লা আমীর হোসেন বলেন, নাম ও বয়স সংশোধনী নিয়ে শিক্ষার্থীদের আর দুর্ভোগে পড়তে হবে না। অনলাইনে আবেদন করার পর সেটি অনুমোদন হলে অটোমেটিক রেকর্ড সংশোধন হয়ে যাবে। তারপর সংশোধিত সকল সনlপত্র অনলাইনে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া হবে।
তিনি আরও বলেন, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন শতভাগ বাস্তবায়ন করতে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সবার ঘরে ঘরে এভাবেই ডিজিটাল সেবা পৌঁছে দেয়া হবে। বোর্ডের সেবা হয়েছে শতভাগ শোষণমুক্ত। এছাড়া এসএসসি ও বৃত্তির ফল শিক্ষার্থীদের মোবাইলে পৌছে দেয়া হচ্ছে ও পরীক্ষা কেন্দ্রের খাতার ওএমআর সিট স্ক্যান করে অনলাইনে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
Discussion about this post