নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক ও ইউজিসি অধ্যাপক ড. ফকরুল আলমকে বিশ্ববিদ্যালয়ে নব প্রতিষ্ঠিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি’-এর পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ মঙ্গলবার (৬ অক্টোবর) তাঁকে এই নিয়োগ প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধ্যাপক ড. ফকরুল আলম আগামী তিন বছরের জন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি’-এর প্রথম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. ফকরুল আলম দেশের একজন খ্যাতিমান শিক্ষাবিদ, গবেষক ও অনুবাদক। তিনি বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’-সহ অসংখ্য গ্রন্থের অনুবাদক।
Discussion about this post