নিজস্ব প্রতিবেদক
চলতি বছরেরর পহেলা এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস শুরুর কিছু দিন পর অনার্স ও মাস্টার্স শ্রেণীর শিক্ষার্থীদের জন্যও অনলাইন ক্লাসের ব্যবস্থা করে ঢাকা কলেজ প্রশাসন। এ ধারাবাহিকতায় সর্বশেষ গত ৪ অক্টোবর শিক্ষামন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো সদ্য ভর্তিকৃত একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাস।
এই অনলাইন ক্লাসে অপ্রাসঙ্গিক কোন মন্তব্য করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ। সম্প্রতি শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত ও অপ্রাসঙ্গিক মন্তব্যে বিব্রত জানিয়ে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলেজ প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০-২০২১ শিক্ষা বর্ষে একাদশ শ্রেণির ক্লাস গত ০৪ অক্টোবর ২০২০ তারিখ হতে শিক্ষামন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে। বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় অনলাইন ক্লাসের কোনো বিকল্প নেই। লাইভ ক্লাসগুলো শুধু ঢাকা কলেজের শিক্ষার্থীদের জন্য সীমিত না রেখে সকল শিক্ষার্থীর কল্যাণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
পূর্বেই প্রকাশিত রুটিন অনুযায়ী উচ্চ মাধ্যমিকের প্রতিদিনের অনলাইন ক্লাস কলেজটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয় এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। অন্যদিকে অনার্স ও মাস্টার্স শ্রেনীর ক্লাস স্ব-স্ব বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউবে চ্যানেলে আপলোড দেয়া হয়।
শিক্ষার্থীদের ক্লাস সম্পর্কিত মন্তব্যের বিষয়ে সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্লাস কনটেন্ট সম্পর্কিত প্রাসঙ্গিক প্রশ্ন কমেন্ট বক্সে করা যাবে। শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে অপ্রাসঙ্গিক মন্তব্য প্রদান হতে বিরত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। অনুরোধ জানানোর পরও কেউ যদি অপ্রাসঙ্গিক মন্তব্য প্রদান হতে বিরত না থাকে তাহলে প্রথমে তাকে পেজ থেকে ব্লক করা হবে এবং পরবর্তী সময়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা কলেজের নিবিড় পর্যবেক্ষন কমিটির (নিপক) আহবায়ক ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস বলেন, ‘অপ্রাসঙ্গিক বা কুরুচিপূর্ন মন্তব্য কখনই সমাজে গ্রহনযোগ্য নয়’।
তিনি বলেন, আমাদের নোটিশ শিক্ষার্থীদের জন্য সতর্কবার্তা। যদি কোন শিক্ষার্থী সমাজ, রাষ্ট্র বা ধর্মীয় বিষয়ক কোন ধরণের উষ্কানিমূলক মন্তব্য করে আর সে যদি ঢাকা কলেজের শিক্ষার্থী হয় তাহলে প্রথমে তাকে কলেজ থেকে টিসি দেয়া হবে। বাইরের কোন শিক্ষার্থী বা কেউ যদি এরুপ মন্তব্য করে তাহলে আমরা তার তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরবরাহ করবো।
Discussion about this post