চবি প্রতিনিধি
অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক ১৫ জিবি করে ডাটা বিনামূল্যে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। গত ৯ অক্টোবর সিদ্ধান্তটি গৃহীত হয়। সর্বশেষ সোমবার (১২ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীরা কীভাবে এই বিনামূল্যে ডাটা সুবিধা ভোগ করবেন তা জানিয়ে দেওয়া হয়।
রেজিস্ট্রেশনের শর্ত ও নিয়মাবলি:
১. সুবিধাটি ভোগ করার জন্য সবার প্রথমে শিক্ষার্থীদের দরকার হবে একটি রবি অথবা এয়ারটেল সীম।
২. শুধু বর্তমান শিক্ষার্থীরাই এই সুবিধা ভোগ করতে পারবেন।
৩. একজন শিক্ষার্থী মাত্র একটি সীমে রেজিস্ট্রেশন করতে পারবেন।
৪. উক্ত ডাটা দিয়ে ব্যবহার করা যাবে শুধু চবি ওয়েবসাইট, বিডিরেন জুম, গুগল ড্রাইভ, হোয়াটসঅ্যাপ, জিমেইল, হটমেইল এবং ইয়াহু।
৫. প্রথম মাসের অব্যবহৃত ডাটা পরবর্তী মাসে যুক্ত হবে। তবে, কোনও শিক্ষার্থী যদি একেবারেই প্যাক ব্যবহার না করে তবে পরবর্তী প্যাকটির জন্য তার নম্বর বিবেচনা করা হবে না।
শিক্ষার্থীরা forms.gle/myynHvy6f7RBxCtG7 এই লিংকে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে পারবেন। রেজিস্ট্রেশন করা যাবে আগামী ১৭ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, আগামী ১৭ তারিখের মধ্যে সকল শিক্ষার্থীর তথ্য আমাদের হাতে চলে আসবে। তারপর যাচাই-বাছাই করা হবে। প্রথমে আমরা বিভাগের চেয়ারম্যানদের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে চেয়েছিলান। পরে সকল শিক্ষার্থীর জন্য সহজ করে দেওয়ার জন্য আমরা গুগল ফর্মের মাধ্যমে তথ্য সংগ্রহ করছি।
Discussion about this post