নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসের ভিন্ন বাস্তবতায় আজ বৃহস্পতিবার পালিত হচ্ছে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২০’। এ উপলক্ষে নতুন একটি আন্দোলন শুরু করছে ‘লাইফবয়’। যার লক্ষ্য, ছোটবেলা থেকে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা। বর্তমান করোনা মহামারির পরিপ্রেক্ষিতে এবং দীর্ঘ মেয়াদে সচেতনতা গড়ে তোলার অংশ হিসেবে শিশুদের মধ্যে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমে ‘হ তে হাত ধোয়া’, ‘এইচ ফর হ্যান্ডওয়াশিং’ অন্তর্ভুক্তির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
গতকাল বুধবার ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের আয়োজনে ‘হ তে হাত ধোয়া, সুরক্ষিত হাতে সুরক্ষিত দেশ’ শীর্ষক এক ওয়েবিনারে আলোচনার মাধ্যমে এ পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সিনিয়র সাংবাদিক শ্যামল দত্তের সঞ্চালনায় ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ ছাড়া ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কেদার লেলে, ইউনিসেফ বাংলাদেশের ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন (ওয়াশ) বিভাগের প্রধান ডারা জনস্টন, সেভ দ্য চিলড্রেনের ডিরেক্টর অব প্রগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড কোয়ালিটি রিফাত বিন সাত্তার, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ওরলা মারফি, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান এ ওয়েবিনারে উপস্থিত ছিলেন।
ওয়েবিনারে জানানো হয়, বাংলাদেশে গত এক দশকেরও বেশি সময় ধরে হাত ধোয়াসংক্রান্ত শিক্ষা ও সচেতনতামূলক ক্যাম্পেইন চালিয়ে আসছে লাইফবয়। যার মাধ্যমে এক কোটি ১১ লাখেরও বেশি শিশুকে সঠিক নিয়মে হাত ধোয়া শিখিয়েছে ব্র্যান্ডটি। ব্যক্তির জীবনাচরণে শৈশবের শিক্ষা ও পাঠ্যপুস্তকের প্রভাব অপরিসীম।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘হাত ধোয়া এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার বিষয়টি আমরা সকলে জানি। কিন্তু এগুলো চর্চার ওপর এখন আরো বেশি গুরুত্ব দিতে হবে। মহামারির কারণে হাত ধোয়ার গুরুত্বটা সবাই এখন উপলব্ধি করতে পারছি।’
শিক্ষাব্যবস্থায় হাত ধোয়ার বিষয়টি অন্তর্ভুক্তির বিষয়ে ডা. দীপু মনি আরো বলেন, ‘ইতোমধ্যে আমাদের পাঠ্যক্রমে হাত ধোয়াসহ সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তবে সেটির চর্চা যেন আরো বাড়ানো যায়, সেই লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে। এ বিষয়ে শিশুদের পাশাপাশি শিক্ষক এবং অভিভাবকদেরও সচেতন করতে হবে। সরকারের একার পক্ষে সব কিছু করা সম্ভব হয় না। ইউনিলিভার এরই মধ্যে কার্যকরভাবে মানুষের কাছে হাত ধোয়ার বার্তা পৌঁছাতে সক্ষম হয়েছে। এ ধরনের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বিষয়েও তারা অগ্রণী ভূমিকা পালন করতে পারে।’
আলোচনায় অংশ নিয়ে কেদার লেলে বলেন, ‘ইউনিলিভার বিশ্বাস করে, বাংলাদেশের জন্য যেটা ভালো, সেটি ইউনিলিভারের জন্যও ভালো। এই বিশ্বাস থেকেই বাংলাদেশে গত এক দশকেরও বেশি সময় ধরে হাত ধোয়াসংক্রান্ত শিক্ষা ও সচেতনতামূলক ক্যাম্পেইন চালিয়ে আসছে লাইফবয়। ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে হবে।’
ডারা জনস্টন বলেন, ‘করোনাভাইরাস আমাদের বুঝিয়ে দিয়েছে হাত ধোয়া এবং জীবাণুমুক্ত থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। করোনাভাইরাস যে খুব শিগগির বিদায় নিচ্ছে না, সেটিও স্পষ্ট। এ ক্ষেত্রে আগামী দিনগুলোতেও আমাদের জীবাণুুমুক্ত রাখতে হাত ধোয়ার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।’
রিফাত বিন সাত্তার বলেন, ‘সামনে যখন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চালু হবে, তখন শিশুরা যেন জীবাণুুমুক্তভাবে স্কুলে আসতে পারে এবং বাড়ি ফিরতে পারে, সেটির ওপর গুরুত্ব দিতে হবে। হাত ধোয়ার মাধ্যমে শিশুদের জীবাণুমুক্ত থাকার বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব আমাদের সবার।’
ওরলা মারফি বলেন, ‘একটি টেকসই ভবিষ্যতের জন্য প্রচলিত শিক্ষাব্যবস্থায় পরিচ্ছন্ন ও জীবাণুুমুক্ত থাকার বিষয়টি অন্তর্ভুক্ত করা জরুরি। প্রচলিত পাঠের মাধ্যমে যদি শিশুদের মধ্যে এ বিষয়ে সচেতনতা গড়ে তোলা যায়, তাহলে ভবিষ্যতে একটি সুস্থ প্রজন্ম পাব আমরা। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিষয়টি অন্তর্ভুক্ত করতে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আমরা কাজ করে যাচ্ছি।’
আসিফ সালেহ বলেন, ‘শিশুকাল থেকে হাত ধোয়াসহ স্বাস্থ্য বিষয়ে সচেতন করা সম্ভব হলে সার্বিকভাবে জাতীয় স্বাস্থ্যের উন্নয়ন ঘটবে। সুস্থ থাকতে হলে জীবাণুুমুক্ত থাকতে হবে, হাত ধুতে হবে। প্রাথমিক থেকে মাধ্যমিক শিক্ষাস্তরে জীবাণুুমুক্ত থাকার গুরুত্ব অন্তর্ভুক্ত করা প্রয়োজন।’
হাসিন জাহান বলেন, ‘শিশুদের কারিকুলামে হাত ধোয়ার বিষয়টি যেন উঠে আসে। জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো যেন পাঠ্যপুস্তকে থাকে।’
‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২০’ উপলক্ষে নতুন একটি আন্দোলন শুরু করার লক্ষ্যে গত ৬ অক্টোবর থেকে একটি পিটিশন সাইট চালু করা হয়েছে, যেখানে ‘এইচ ফর হ্যান্ডওয়াশিং’, ‘হ তে হাত ধোয়া’ আন্দোলনকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন লাইফবয়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান
Discussion about this post