অনলাইন ডেস্ক
ফসলের মাঠে বিভিন্ন শস্য গাছ যাচাই করতে পরিদর্শক রোবট তৈরি করেছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। শস্য চাষ আরও উন্নত করতে এই প্রোটোটাইপ রোবট উন্মোচন করেছে টেক জায়ান্ট। এর মাধ্যমে শস্য কীভাবে বাড়ছে সে বিষয়ে প্রচুর ডেটা জোগাড় করছে অ্যালফাবেটে এক্স কোম্পানি।
শস্য গণনার পাশাপাশি গাছের উচ্চতা, পাতা এবং ফলের আকারের মতো তথ্য মজুদ করতে পারে রোবটটি।
দুই পাশে উঁচু পিলারের ওপর ভর করে ফসলের মাঠে বিচরণ করবে এই রোবট বাগি। ফলে শস্য গাছের ওপর দিয়ে চলার কারণে গাছের কোনো ক্ষতি হবে না।
বিশ্বে খাদ্যের বাড়তি চাহিদা মেটানো এবং খাদ্য উৎপাদনের স্থায়িত্ব বাড়াতে প্রয়োজনীয় তথ্য কৃষককে দিতে সক্ষম রোবটটি।
ইতোমধ্যেই আর্জেন্টিনা, কানাডা, দক্ষিণ আফ্রিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রিডার এবং কৃষকদের সঙ্গে কাজ করছে মিনারেল। তবে, কবে নাগাদ রোবটটি বাণিজ্যিকভাবে বাজারে আসবে তা স্পষ্ট করে বলেনি প্রতিষ্ঠানটি।
অ্যালফাবেট বলছে, যখন কৃষকের কাছে মাটির উপাদান বা আবহাওয়া বিষয়ে তথ্য থাকবে, বাগি রোবটটি বুঝতে পারবে গাছগুলো “আসলে কীভাবে বাড়ছে এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে।”
অবশ্য এক ব্লগ পোস্টে কোম্পানির প্রজেক্ট মিনারেল প্রকল্প প্রধান এলিয়ট গ্র্যান্ট বলেছেন, “আমরা আশা করছি আরও ভালো কিছু টুল কৃষি খাতকে বদলাতে সহায়তা করবে।”
Discussion about this post