উচ্চারণ : ‘বিসমিল্লাহি আরক্বিকা মিন কুল্লি শাই-ইন ইউজি-কা মিন শাররি কুল্লি নাফসিন ওয়া আইনি হাসিদিন, বিসমিল্লাহি আরক্বিকা ওয়াল্লাহু ইয়াশফিকা।’
অর্থ : ‘আমি আপনাকে আল্লাহ তাআলার নামে ঝাড়-ফুঁক করছি এমন সব কিছু থেকে, যা আপনাকে কষ্ট দেয় এবং সব ধরনের অনিষ্টকারী প্রাণী ও সব হিংসুটে দৃষ্টি থেকে। আল্লাহ তাআলার নামে আমি আপনাকে ঝাড়-ফুঁক করছি, আপনাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুন।’
উপকার : আবু সাঈদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.)-এর কাছে জিবরাইল (আ.) এসে বলেন, হে মুহাম্মদ! আপনি কি অসুস্থ? তিনি বলেন, হ্যাঁ। তখন জিবরাইল (আ.) এই দোয়া পাঠ করে তাঁকে ঝাড়-ফুঁক করেন। (তিরমিজি, হাদিস : ৯৭২)
Discussion about this post