চবি প্রতিনিধি
চলমান কোভিড-১৯ পরিস্থিতির কারণে স্থগিত থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) বিভিন্ন বিভাগের পরীক্ষাগুলো অনলাইনে নেওয়ার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার ( ১৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন করে এ দাবি জানান।
এসময় মানববন্ধন শেষে ছাত্রলীগ নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর স্মারকলিপি দেন।
এতে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল বলেন, বর্তমান পরিস্থিতিতে অন্য সকল প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়ায় চললেও বন্ধ আছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম। এ কারণে বিভিন্ন বিভাগে স্থগিত হওয়া পরীক্ষাগুলোও এখনো সম্পন্ন হয়নি। এতে দুশ্চিন্তায় পড়েছেন কয়েক হাজার শিক্ষার্থী।
তিনি বলেন, পরীক্ষা না হওয়ায় যাদের সার্টিফিকেট কিংবা ফলাফল আটকে আছে, তারা কোনো চাকরিতেও আবেদন করতে পারছেন না। তাই সার্বিক বিষয় বিবেচনা করে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে প্রয়োজনে অনলাইনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি আমরা। আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত পরীক্ষা নেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
Discussion about this post